৩০ সেপ্টেম্বরে উইন্ডোজ ৯
মনির হোসেন মিন্টু, সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ উইন্ডোজ অপারেটিং সিস্টেম সিরিজের সর্বশেষ সংস্করণ উইন্ডোজ ৯ আগামী মাসে উন্মুক্ত করার পরিকল্পনা করেছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের তথ্য অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন উইন্ডোজ সংস্করণের তথ্য জানাতে পারে মাইক্রোসফট। নতুন উইন্ডোজের কোড নাম ‘থ্রেসহোল্ড’। উইন্ডোজের নতুন এই সংস্করণে বেশ কিছু নতুন ফিচার যুক্ত হচ্ছে। আগামী মাসেই উইন্ডোজ ৯-এর প্রিভিউ সংস্করণ ডেভেলপারদের জন্য উন্মুক্ত করবে মাইক্রোসফট। নতুন সংস্করণে ইউজার ইন্টারফেসে বেশ কিছু পরিবর্তন আসতে পারে।