বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনের চুড়ান্ত অনুমোদন
সিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি,
ঢাকা : মেয়াদ বাড়িয়ে আরো ৪ বছরের জন্য বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) আইন, ২০১৪ এর খসড়া ভেটিং স্বাপেক্ষে চুড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়াও মন্ত্রিসভা বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল আইন, ২০১৪ এর চুড়ান্ত অনুমোদন দিয়েছে।
সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের এ তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার এই বৈঠকে সভাপতিত্ব করেন।
সচিব বলেন, দেশের বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার দ্রুত বাড়ছে। প্রচলিত প্রকিউরমেন্ট বিধির কারণে অনেক সময় লাগে বিদ্যুৎ ও জ্বালানি সংগ্রহ করতে অনেক সময় লেগে যায়। এই আইনের ফলে দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সংগ্রহ করা হবে দ্রুতভাবে।
তিনি বলেন, এর আগে ২০১০ সালে দুই বছরের জন্য আইনটি করা হয়। এরপর আবার দুই বছরের জন্য বাড়ানো হয়। আগামী ১১ অক্টোবর এই আইনটির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এ কারণে মন্ত্রিসভা আরো ৪ বছরের জন্য মেয়াদ বাড়িয়ে ভেটিং স্বাপেক্ষে চুড়ান্তভাবে অনুমোদন দিয়েছে।
মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রস্তাবে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল আইন,২০১৪ মন্ত্রিসভা নীতিগত অনুমোদন দিয়েছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী সামরিক শাসন আমলের এ আইনটি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করে কতিপয় ধারা সংশোধন করা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ নাসিং ও মিডওয়াইফারি কাউন্সিল কোনো সার্টিফিকেট বা ডিগ্রি দেবে না। বার কাউন্সিলের মত নাসিং ডিগ্রি ব্যবহার করার জন্য এ প্রতিষ্ঠানের অনুমোদন দরকার হবে।
সচিব বলেন, আগে শুধু নাসিং ছিল। এখন মিডওয়াইফারি যোগ করা হয়েছে এই আইনে কাউন্সিলের গঠন কী হবে আইনে বলা হয়েছে। স্বাস্থ্য সচিবের নেতৃত্বে কাউন্সিলের কমিটি হবে। সাত সদস্যের নির্বাহী কমিটির প্রধান হবেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব।
তিনি বলেন, নতুন কোনো প্রতিষ্ঠান যদি ডিগ্রি দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে তাহলে বাংলাদেশ নাসিং ও বাংলাদেশ নাসিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অনুমোদন হবে। আইনে কাউন্সিলকে প্রবিধান তৈরির জন্য ক্ষমতা দেওয়া হয়েছে।