শেখ মুজিবের পরিবার খুনি পরিবার: তারেক রহমান
সিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি,
ঢাকা: বাংলাদেশে শেখ মুজিবের পরিবার খুনি পরিবার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান লন্ডনে অবস্থানরত তারেক রহমান।
রোববার লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটিতে আয়োজিত ‘স্ট্র্যাটেজি ফর এ প্রসপারাস বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, শেখ মুজিব পাকিস্তান আমলে সংসদের তৎকালীন ডেপুটি স্পিকার শাহেদ আলীকে সংসদ কক্ষে চেয়ার দিয়ে পিটিয়ে হত্যা করেছিলেন। স্বাধীনতার পর ৩০ হাজার মানুষকে হত্যার জন্য দায়ী শেখ মুজিব। ১৯৭৫ সালের ২ জানুয়ারি আওয়ামী লীগই বিচারবহির্ভূত ক্রসফায়ার চালু করেছিল। ক্রসফায়ারে ভিন্নমতাবলম্বী সিরাজ সিকদারকে হত্যা করা হয়। হত্যার পর শেখ মুজিব সংসদে দাঁড়িয়ে আইন আদালতের তোয়াক্কা না করেই বলেছিলেন ‘কোথায় আজ সেই সিরাজ সিকদার’?
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হলের সামনে সাত খুনের জন্য দায়ী শেখ মুজিবের ছেলে শেখ কামাল। বাংলাদেশ ব্যাংক ডাকাতির ঘটনায়ও শেখ কামালের নাম ইতিহাসে লেখা আছে।
তারেক রহমান বলেন, পিতার মতো শেখ হাসিনাও মানুষ হত্যায় মেতে উঠেছেন। বিডিআর বিদ্রোহের নামে পিলখানায় সামরিক বাহিনীর ৫৭ জন মেধাবী অফিসারসহ ৫৪ জনের হত্যার পেছনে শেখ হাসিনা জড়িত। পিলখানায় হত্যাকান্ডের সময় শেখ হাসিনা হাসাহাসি করতে করতে বিস্কুট খাচ্ছিলেন এ কথা জানিয়েছেন তৎকালীন সেনাপ্রধান শেখ হাসিনার প্রিয় মঈন।
বিএনপি নেতা ইলিয়াস আলী এবং চেীধুরী আলমসহ বিএনপি এবং বিরোধী দলের অসংখ্য নেতাকর্মীদের গুম খুন অপহরণ করা হয়েছে এবং হচ্ছে শেখ হাসিনার নির্দেশে জানিয়ে তিনি বলেন, মতিঝিলে পুলিশের অনুমতি নিয়ে সমবেত হওয়া হাজার হাজার হেফাজত কর্মীদের রাতের অন্ধকারে নির্বিচারে হত্যা করা হয়েছে হাসিনার নির্দেশে।