ওয়ানডে সিরিজে টাইগাররা হোয়াইট ওয়াস
এবিসিনিউজবিডি স্পোর্টস ডেস্ক,
ঢাকা : শেষ ওয়ানডেতেও ৯১ রানের বিশাল ব্যবধানে হাড়লো বাংলাদেশ ক্রিকেট দল। আর এর সুবাদে স্বাগতিক ওয়েস্টইন্ডিজের কাছে টাইগাররা ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াস হলো।
ওয়েস্টইন্ডিজের ৩৩৮ রানকে তারা করতে বাংলাদেশের ইনিংস ২৪৭ রানেই গুটিয়ে যায়। ফলে আগের ম্যাচে ৭০ রান করা টাইগারদের ৯১ রানের বিশাল ব্যবধানের হাড় নিয়ে মাঠ ছাড়তে হয়।
পুরো ইনিংসে জয়ের কাছাকাছি কখনোই যেতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। প্রাপ্তি বলতে শুধু তামিম ইকবাল আর অধিনায়ক মুশফিকুর রহিমের দুটি অর্ধশতকের ইনিংস। দীর্ঘদিন পর আজ হেসেছে তামিমের ব্যাট। ওয়ানডেতে ১৭টি ইনিংসের পর অর্ধশতক করেছেন এই বাঁহাতি ওপেনার। শেষ পর্যন্ত ৫৫ রান করে সাজঘরে ফিরেছেন সুনিল নারাইনের শিকার হয়ে।
ড্যারেন ব্রাভোর সহজ স্টাম্পিংয়ের সুযোগ নষ্ট করার আফসোসটা যেন ব্যাট হাতে পুষিয়ে দিতে চেয়েছিলেন অধিনায়ক মুশফিক। ২২তম ওভারে ১০১ রানের মাথায় তামিম আউট হয়ে যাওয়ার পর মুশফিকই ব্যাট করছিলেন দৃঢ়তা নিয়ে। শেষ পর্যন্ত তিনিও সাজঘরে ফিরেছেন ৭২ রান করে। সে সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ১৬৩ রান। শেষ পর্যায়ে মাহমুদউল্লাহ (২৭), নাসির হোসেন (২৬), সোহাগ গাজী (২৪), মাশরাফি বিন মুর্তজার (১৫) ছোট ইনিংসগুলো হারের ব্যবধানটাই শুধু কমাতে পেরেছে। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ১০ ওভার বল করে মাত্র ২৯ রানের বিনিময়ে চারটি উইকেট শিকার করেছেন রবি রামপাল।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে দিনেশ রামদিনের ক্যারিয়ারসেরা ১৬৯ ও ড্যারেন ব্রাভোর ১২৪ রানের ইনিংসে ভর করে স্কোরবোর্ডে ৩৩৮ রান জমা করেছিল ওয়েস্ট ইন্ডিজ।