কাল থেকে হজ ফ্লাইট শুরু আজ ক্যাম্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

biman-7-1-311x186সিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি,

ঢাকা : আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে চলতি বছরের হজ ফ্লইট। এর আগে আজ উত্তরায় হজ ক্যাম্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ধর্ম ও বিমান মন্ত্রণালয় সূত্র জানায়, আগামীকাল থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে। আজ উত্তরার হজ ক্যাম্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য উত্তরার ক্যাম্পে ব্যাপক প্রস্তুতি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। ২৭ আগষ্ট থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হয়ে তা চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। হজ শেষে ২৮ অক্টোবর থেকে ফিরতি ফাইট শুরু হবে। চলবে ৮ নভেম্বর পর্যন্ত। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৪ অক্টোবর পবিত্র হজ পালিত হবে।

সূত্র আরো জানায়, এবার ৯৮হাজার ৭৬২ জন হজে যাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৬০০ জন এবং অবশিষ্ট হজ্জযাত্রীগণ ৮৩৫টি হজ এজেন্সি’র মাধ্যমে বেসরকারিভাবে হজে যাবেন। গত বছর হজ এজেন্সির প্রতারণার স্বীকার ১৪১জন্ হজযাত্রীর যারা হজ করতে চান তারাও এবার সরকারের সহযোগিতায় হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন বলেও জানান তিনি। ২০১৩ সালে হজ এয়ার সার্ভিস নামে একটি হজ এজেন্সি ১৪১ জন হজযাত্রীর কাছ থেকে টাকা নিয়ে হজে পাঠায়নি। পরে এ হজ এজেন্সির নামে মামলা হয়, কিছু টাকাও উদ্ধার করা হয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ