দেশের রাজনীতিতে কুলাঙ্গার তারেক : মেনন
সিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি,
ঢাকা : বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, দেশের রাজনীতিতে কুলাঙ্গার ছিল তারেক রহমান। তারুণ্যে নৈতিকতা বোধকে ধ্বংস, দুর্নীতি, সাম্প্রদায়িকতা এবং জঙ্গীবাদের উত্থানের পেছনে দায়ী তারেক রহমান।
মঙ্গলবার দুপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
গত রোববার লন্ডনে এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেন, মুজিব হত্যার ক্ষেত্র তৈরীকারীরা এখন শেখ হাসিনার পাশে। ওই সমাবেশে তারেক বলেন, যারা ১৫ আগস্ট শেখ মুজিব হত্যাকান্ডের ক্ষেত্র তৈরি করেছিলেন, মুজিবের চামড়া দিয়ে ডুগডুগি বানাতে চেয়েছিলেন, মিডিয়ায় সাক্ষাতকার দিয়ে বলেছিলেন শেখ মুজিব ছিলেন স্বৈরাচারী, যারা মুশতাক মন্ত্রীসভার শপথ নিয়েছিলেন, শপথ পরিচালনা করেছিলেন সেইসব লোকরাই এখ শেখ হাসিনার নেতা মন্ত্রী।
তারেক রহমানের এ বক্তব্যের জবাবে মেনন বলেন, একাত্তরের খালেদা জিয়ার যে ভূমিকা ছিল তা সবাই জানে। এখন তারেক রহমান মাকে বাঁচাতে আবোল তাবোল কছে। দেশে নতুন করে হত্যা ষড়যন্ত্রের রাজনীতি শুরু করতে মরিয়া হয়ে নেমেছে বিএনপি। মা ছেলে দুইজনে মিলে ইতিহাস উল্টে দেওয়ার চেষ্টা করছে।
খন্দকার মোশতাকের শপথ অনুষ্ঠানে রাশেদ খান মেননের উপস্থিত ছিল বলে তারেকের বক্তব্য প্রসঙ্গে মেনন বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর মোশতাক সরকারের শপথের সময় আমি ঢাকায় আত্মরক্ষায় ব্যস্ত ছিলাম। রেডিওতে শপথ নেওয়ার কথা জেনেছি।
তিনি বলেন, ৫ জানুয়ারি নির্বাচনের বাস মিস করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন চুরমার হয়ে গেছে বিএনপির। এমনকি বিরোধী দলের সুযোগ সুবিধা থেকেও তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
১৫ আগস্টসহ বিভিন্ন হত্যা ষড়যন্ত্রের বিষয় উন্মোচন হচ্ছে তখন একের পর এক মিথ্যা তথ্য উপস্থাপন করা হচ্ছে। মা ছেলে দুইজনে মিলে ইতিহাসের চরম অসত্য কথা নিয়ে আসছে বলে রাশেদ খান মেনন দাবি করেন।