ডিজিটাল করা হয়েছে হজ ব্যবস্থাপনা : প্রধানমন্ত্রী

skসিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি,

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হজ সম্পর্কে সহজে তথ্য পাওয়ার জন্য বর্তমান সরকার হজ ব্যবস্থাপনা ডিজিটাল করেছে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার আশকোনায় হজ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা পবিত্র কোরআন শরিফের উচ্চারণ ও বাংলা অর্থসহ ডিজিটাল সংস্করণ চালু করেছি। হজের সময় যে কোনো তথ্য পেতে যাতে কষ্ট না হয় সেজন্য অনলাইনে হজ সম্পর্কে তথ্য পাওয়ার ব্যবস্থা করেছি।

হজের সময় মক্কা ও মদিনায় বাংলাদেশি হাজীদের জন্য সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, হজ ব্যবস্থাপনা সহজ করার স্বার্থে যা যা করণীয় তা আমরা করছি। যখনই কোনো ত্রুটি ধরা পড়েছে তা সংশোধন করেছি। এসময় হজ নীতিমালা সহজ করায় সৌদি সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

দেশের মানুষের শান্তি ও জীবনমানের উন্নয়ন কামনা করে পবিত্র মক্কা ও মদিনায় দোয়া করার জন্য হজযাত্রীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ