সমুদ্র গবেষণায় সহায়তা দেবে জাপান
সিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি,
ঢাকা : বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান জানিয়েছেন, সমুদ্র সম্পদ গবেষণার জন্য সমুদ্র গবেষণা ইনস্টিটিউট এবং আধুনিক মেরিন এ্যাকুরিয়াম স্থাপনে আর্থিক ও কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে জাপান।
বুধবার সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে জাপানের শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ক সিনিয়র ভাইস মিনিস্টার ইয়োশিতাকা সাকুরাদা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এ আশ্বাস দেন।
সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বাংলাদেশে জাপানের মন্ত্রীর এ সফরকে স্বাগত জানিয়ে বলেন, জাপান বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধুরাষ্ট্র ও উন্নয়নের অন্যতম প্রধান সহযোগী।
বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে গবেষণা, উদ্ভাবন কৌশল, মানবসম্পদ বিনিময়,কারিগরি প্রশিক্ষণ, পরমাণু গবেষণা ও প্রশিক্ষণসহ এসব ক্ষেত্রে জাপানের সার্বিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।
এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিলীপ কুমার বসাক এনডিসি এবং অতিরিক্ত সচিব (প্রশাসন) ডা: একেএম আছাদুজ্জামান উপস্থিত ছিলেন।