ভাষা ও গণতন্ত্রকে অস্বীকার করে চলচ্চিত্র হতে পারে না : ইনু

inuসিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি,

ঢাকা : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘ভাষা, স্বাধীনতা ও গণতন্ত্রকে অস্বীকার করে চলচ্চিত্র নির্মাণ হতে পারে না।’

বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগ আয়োজিত ‘বাংলাদেশ চলচ্চিত্র নীতিমালার রূপরেখা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিশেষ অতিথি ছিলেন, ঢাবি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। মূল প্রবন্ধ পাঠ করেন টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এজেএম শফিউল আলম ভূইয়া।

তথ্যমন্ত্রী বলেন, ‘ভাষা, স্বাধীনতা ও গণতন্ত্রকে অস্বীকার করে আমাদের দেশে কোন চলচ্চিত্র নির্মাণ হতে পারে না। চলচ্চিত্র হচ্ছে মানুষের দৈনান্দিন জীবনের দর্পন। চলচ্চিত্রে আমাদের দেশের মানুষের কথা থাকতেই হবে। থাকতে হবে বাংলাদেশ সৃষ্টির উতিহাস।’

 

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ