নৌপথে পর্যটক বাড়াতে ভারতের সঙ্গে চুক্তি হবে : অর্থমন্ত্রী

Muhitসিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি,

ঢাকা : নৌপথে পর্যটক বাড়াতে ভারতের সঙ্গে চুক্তি করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। চুক্তির বিষয়টিতে প্রধানমন্ত্রীর অনুমোদন প্রয়োজন রয়েছে। প্রধানমন্ত্রী অনুমোদন দিলেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পর্যটন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে আমাদের একটি নৌ-চুক্তি রয়েছে। সেটা ১৯৬৫ সালের এবং এটা শুধু কার্গো কিংবা মালামাল পরিবহনের জন্য। ভারতের সঙ্গে সড়ক ও রেলপথে যাত্রী পরিবহনের ব্যবস্থা রয়েছে। এখন পর্যটকদের স্বার্থে নৌ পথে যাত্রী পরিবহন সংক্রান্তও একটি চুক্তি করা দরকার।

তিনি আরো বলেন, পর্যটন শিল্পকে উৎসাহিত করার জন্য ২০১৬ সালে পর্যটন বর্ষ এবং ২০১৮-১৯ সালে দেশে পর্যটন উৎসব পালন করা হবে। পর্যটন শিল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিরাপত্তা। বিশেষ করে পার্বত্য এলাকার নিরাপত্তা বাড়ানো প্রয়োজন।

পর্যটন বিকাশের জন্য নৌ পথে বিশেষ প্যাকেজ নেওয়া উচিত মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, তাতে পর্যটকের আগমন বাড়বে। এজন্য কক্সবাজার থেকে গুন্দুম পর্যন্ত মেরিন ড্রাইভ হচ্ছে। কক্সবাজার শহর রক্ষায় একটি প্রকল্প রয়েছে। সেই প্রকল্পকে গুরুত্ব দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

 

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ