হারছে বাংলাদেশ জিতছে পাপন
সিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি,
ঢাকা : ঢাকা বিশ্ব বিদ্যালয়ের হাকিম চত্বরে দাড়িয়ে চা’য়ের পেয়ালাতে ঠোট ভেজাতেই কানে ভেসে এলো ওয়েস্টইন্ডিজ সফররত বাংলাদেশ ক্রিকেট দলের হোয়াইট ওয়াসের ক্ষোভ। তরুন ছাত্রদের একজন বলে উঠলেন, ‘বাংলাদেশ হারলে কি হবে, ক্রিকেট বোর্ড আর ঐ বোর্ডের সভাপতি পাপন সাহেবের তো জয় হয়েছে।’ আর একজন ক্ষুব্দ কন্ঠে বললেন, ‘পাপনসহ ক্রিকেট বোর্ডের সব অযোগ্য কর্মকর্তাদের পদত্যাগ করা উচিৎ।’ সহ পাঠির এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে আর একজন বলে উঠলেন, ‘তুই ঠিক বলিস নাই, পাপনকে এখন ক্যাপ্টেন বানানো উচিৎ।’
ঢাকা বিশ্ব বিদ্যালয়ের হাকিম চত্বরে মঙ্গলবার সন্ধ্যার পর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের শাস্তি কমানোর সংবাদ ছড়িয়ে পড়ার পর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মুখ থেকেই সোনা যায় এমন সব কথোপকথোন।
শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়েই নয়, হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে আসা সম্ভাবনাময় ক্রিকেট নিয়ে সারা দেশের মানুষের মাঝে এখন তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। দেশের মানুষের এই ক্ষোভ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমূল আহসান পাপনসহ বোর্ড কর্মকর্তাদের বিরুদ্ধে। দেশের সুশীল সমাজের প্রতিনিধিরাও ক্রিকেট বোর্ডের বর্তমান কর্মকর্তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। পরিস্কার করেই তারা বলেছেন, সাকিব আল হাসান বোর্ড সভাপতিসহ অন্যান্য কর্মকর্তাদের রোষানলে পড়েছেন। তা নাহলে বিশ্বকাপ শুরুর ৬ মাস আগে পুরনো অপরাধের শাস্তি নতুন করে দেওয়া হবে কেন?
এ প্রসঙ্গে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হিরা এবিসিনিউজবিডিকে বলেন, ‘বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ছাড়া ওয়েস্টইন্ডিজে বাংলাদেশের খেলোয়াড়দের যে ছন্দপতন ঘটলো এর দায় কে নেবেন তা আমার জানা নেই। তবে এতে করে বাংলাদেশ ক্রিকেট দলের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। যা বিশ্বকাপকে সামনে রেখে এই সংক্ষিপ্ত সময়ে পুষিয়ে ওঠা সম্ভব নয়।’
বিশিষ্ট কলামিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল এবিসিনিউজবিডিকে বলেন, ‘সাকিব আল হাসান ছাড়া ওয়েস্টইন্ডিজের সঙ্গে আন্তর্জাতিক ম্যাচ খেলতে বাংলাদেশ দলকে কেন পাঠানো হলো, এক্্রপ্রিমেন্ট করতে? ক্রিকেট বোর্ডই এর সদুত্তর দিতে পারবে। আমি একজন ক্রিকেট দর্শক হিসেবে বলবো, কি শিক্ষা নিলেন বোর্ড কর্মকর্তারা? বিশ্বকাপ সামনে রেখে এই স্বল্প সময়ে অন্য খেলোয়াড়দের সঙ্গে সাকিব আল হাসানের কি টিমওয়ার্ক বা সমন্বয় সাধন করা সম্ভব হবে? সাকিব কি বিশ্বকাপের মাঠে চাপ মুক্ত থেকে খেলতে পারবেন? এ সব প্রশ্নের জবাব বর্তমান ক্রিকেট বোর্ডকেই দিতে হবে। নইলে সব দায় কাঁধে নিয়ে ক্রিকেট বোর্ডের দায়িত্ব ছাড়তে হবে।’
ক্রিকেট বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিবেদককে বলেন, অযোগ্য রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে ক্রিকেট বোর্ড গঠন, খেলোয়াড় নির্বাচনে স্বজনপ্রীতি, দলীয়করণ এবং বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসানের প্রতি অবিচার করার কারণেই বাংলাদেশের সম্ভাবনাময় ক্রিকেট আজ অন্ধকারে ধাবিত হচ্ছে।