চ্যানেল আইয়ের উপস্থাপক ফারুকীকে গলা কেটে হত্যা
সিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি,
ঢাকা : বেসরকারী টেলিভিশন চ্যানেল আইয়ের ইসলাম-বিষয়ক অনুষ্ঠানের উপস্থাপক, সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা নুরুল ইসলাম ফারুকী রাজধানীর পূর্ব রাজাবাজারের নিজ বাসায় খুন হয়েছেন। বুধবার রাত আটটার দিকে দুর্বৃত্তরা বাসায় ঢুকে তাকে হত্যা করে। পুলিশ তার গলা কাটা লাশ উদ্ধার করেছে।
মাওলানা নুরুল ইসলাম ফারুকীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে চ্যানেল আইয়ের পরিবার ও তার ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে আসে। রাজধানীর বাইরে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় মাওলানা ফারুকী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে তার সমর্থকেরা। এ সময় মিছিলকারীরা বেশ কিছু গাড়ি ভাঙচুর করে। ভাঙচুর ঠেকাতে পুলিশকে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও কাদানো গ্যাস ছুড়তে দেখা যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত রাজধানীর শেরে বাংলানগর থানায় এ বিষয়ে মামলা করার প্রস্তুতি চলছিল।
জানতে চাইলে পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে খুনের সম্ভাব্য কোনো কারণ বলতে পারেননি। তবে ফারুকীর এক ছেলে বলেন, তার বাবার কোনো শত্রু ছিল না। এ ব্যাপারে পুলিশও কিছু জানাতে পারেনি। ফারুকী চ্যানেল আইয়ের পাশাপাশি মাই টিভিতেও ইসলাম-বিষয়ক অনুষ্ঠানের উপস্থাপনা করতেন।
এদিকে মাওলানা নুরুল ইসলাম ফারুকীর মৃত্যুর খবর শোনার পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রাজাবাজারের ঘটনাস্থলে ছুটে যান। তিনি সাংবাদিকদের বলেন, ‘হত্যাকারীদের ধরতে পুলিশ অভিযান শুরু নকরেছে। শিগগিরই দুর্বৃত্তরা ধরা পড়বে।’