বন্ডের টাকায় নয়, নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু : অর্থমন্ত্রী
সিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি,
ঢাকা : বিদেশী বন্ডের টাকার সঙ্গে পদ্মাসেতুর কোন সম্পর্ক নেই উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মিত হবে।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বন্ড উঠানোর সঙ্গে পদ্মা সেতুর কোনো সম্পর্ক নেই। নিজেদের তহবিল থেকে পদ্মায় ৫ হাজার কোটি টাকা দেওয়া হবে। ।
অপর এক প্রশ্নের জবাবে আবুল মাল আবদুল মুহিত বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে জ্বালানীর দাম সমন্বয় করা হবে। এ বিষয়ে জ্বালানী মন্ত্রণালয় প্রস্তাব দেবে।
আইএমএফ এর পরামর্শে জ্বালানীর দাম বাড়ানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে
অর্থমন্ত্রী বলেন, আমাদের সিদ্ধান্তে আন্তর্জাতিক দামের সঙ্গে জ্বালানীর সমন্বয় করা হবে। এটা আইএমএফ এর সঙ্গে কোনো চুক্তির ভিত্তিতে হয় না।