আদালতে জবানবন্দি দিয়েছেন মুজিবুর
মনির হোসেন মিন্টু, সিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি,
ঢাকা : যুক্তরাজ্য প্রবাসী বিএনপির নেতা মুজিবুর রহমান ও তার গাড়িচালক রেজাউল হক সুনামগঞ্জের বিচারিক হাকিম শ্যাম কান্ত সিনহার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৮ মিনিটে মুজিবুর রহমানকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় আদালতে নিয়ে আসে পুলিশ। এরপর তাকে বিচারকের খাস কামরায় নেওয়া হয়। সেখানে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন। বেলা ১টা ৪০ মিনিটে গাড়িচালক রেজাউল হককে আদালতে নিয়ে আসে পুলিশ। তারও জবানবন্দি নেওয়া হয়।
গত ৪ মে সুনামগঞ্জ থেকে সিলেটে যাওয়ার পথে যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মুজিবুর রহমান এবং তার গাড়িচালক অপহৃত হন। অপহৃত হওয়ার সাড়ে তিন মাস পর গত ১৮ আগস্ট সোমবার ভোরে গাজীপুরের টঙ্গী এলাকায় চোখ বাঁধা অবস্থায় তাকে ছেড়ে দেওয়া হয়। একই স্থানে ছেড়ে দেওয়া হয় রেজাউলকে। এরপর ২০ আগস্ট রাতে ঢাকা থেকে তাদের সুনামগঞ্জ নিয়ে আসে পুলিশ।
এর পর থেকে সার্বক্ষণিক পুলিশ প্রহরায় সুনামগঞ্জ শহরের হাজিপাড়ার নিজ বাসায় আছেন মুজিবুর। চালক রেজাউল আছেন পুলিশ হেফাজতে।