মঞ্জুরসহ ২২ জনের বিরুদ্ধে গুলশান থানায় মাদক আইনে মামলা, ক্যাপিটাল ক্লাব বন্ধ

Forenমনির হোসেন মিন্টু, সিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি,

ঢাকা : চিত্রনায়িকা সুচরিতার সাবেক স্বামী অভিসার সিনেমা হলের মালিক কে.এম.আর মঞ্জুরসহ ক্যাপিটাল রিক্রিয়েশন ক্লাবের ১৭ কর্মকর্তা ও ৫ কর্মচারীর বিরুদ্ধে মাদক মজুদ ও বিক্রয়ের অভিযোগে রাজধানীর গুলশান থানায় মামলা করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব। শনিবার রাতে র‌্যাব-১ এর এসআই আইনুল হক বাদী হয়ে এই মামলা দায়ের করেন। এর আগে শুক্রবার রাতে র‌্যাব গুলশানের এই ক্লাবে অভিযান চালিয়ে বিপুল পরিমান বিদেশী মদ ও বিয়ারসহ ৫ জনকে গ্রেপ্তার করে।

গুলশানের দ্যা ক্যাপিটাল রিক্রিয়েশন ক্লাবে ক্লাবের সভাপতি কে.এম.আর মঞ্জুরসহ ১৭ কর্মকর্তা বর্তমানে পলাতক রয়েছেন। পুলিশ আজ (রোাববার) রাজধানীর কয়েকটি স্থানে তাদের গ্রেফতারে অভিযান চালিয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

কে.এম.আর মঞ্জুর ছাড়া এই মামলার (মামলা নং- ২২) পলাতক আসামীরা হলেন, লে. কর্ণেল (অব.) আকরাম হোসেন, আব্দুস সাদেক, এমাদুল হক, শেখ হাবিবুর রহমান, সাইদ হাসান কানন, আবুল হোসেন, সিহাব উদ্দিন, আক্তার আনোয়ার খান, এ.কে.এম আনসারুল লিংকন, আব্দুস সালাম জানু, তাওহীদুল ইসলাম মিরন প্রমুখ। গ্রেপ্তারকৃতরা হলেন, মনিরুল ইসলাম, নুরুল আলম, সুজিত কুমার মল, আজিজুর রহমান ও শামীম মিয়া।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গুলশান থানাধীন একটি অভিজাত হোটেল দ্যা ক্যাপিটাল রিক্রিয়েশান কাব এ বিপুল পরিমান অবৈধ মাদকদ্রব্য মজুদ রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি দল অভিযান পরিচালনা করে আমদানী নিষিদ্ধ বিভিন্ন ব্রান্ডের বিদেশী মদ ও বিয়ার বিক্রির অপরাধে এদের গ্রেপ্তার করা হয়। এসময় ১ হাজার ৬৯০ বোতল বিভিন্ন ব্রান্ডের বিদেশী মদ, ১ হাজার ৯২০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ