অনুশীলনে সাকিব আল হাসান

sakibনজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, এবিসিনিউজবিডি,

ঢাকা : দক্ষিণ কোরিয়ার ইনচনে ১৯ সেপ্টেম্বর শুরু হওয়া এশিয়ান গেমসে সাকিব আল হাসানের যাওয়া প্রায় নিশ্চিত। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

অনেক আগেই এশিয়ান গেমসের দল চূড়ান্ত করেছে বিসিবি। সেই দলেই ছিলেন সোহাগ গাজী। কিন্তু বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি তোলায় পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে সোহাগ গাজীকে। এই অফ স্পিনারের পরিবর্তে এশিয়ানে খেলার সুযোগ পাচ্ছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব।

ক্রিকেট বোর্ড থেকে নির্দেশনা পাবার পর এরই মধ্যে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে কাজ শুরু করে দিয়েছেন সাকিব। রোববারও ব্যাট-বল নিয়ে কঠোর অনুশীলন করেন তিনি। দেখেই বোঝা যাচ্ছিল এশিয়ান গেমসে বেশ গুরুত্বের সঙ্গে নিচ্ছেন সাকিব। না নেবারও তো উপায় নেই।

ক্রিকেটারদের সাম্প্রতিক ফর্ম সব কিছু থেকে পিছিয়ে রাখছে। তাই এশিয়ানে ভালো করে ফর্মে ফেরার লড়াই করতে হবে তাদেরকে। ব্যাটিং ও বোলিং আক্রমণে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে সাকিবকে। এশিয়াডে বাংলাদেশ সরাসরি খেলবে কোয়ার্টার ফাইনাল থেকে। সব এশিয়ান গেমসে স্বর্ণ পদক পেয়েছিল বাংলাদেশ। এশিয়ানে খেলবে না মুশফিকুর রহিম।

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ