মানব পাচার বন্ধে ভারতের সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্বাক্ষর কাল
সিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি,
ঢাকা : মানব পাচার বন্ধ ভিকটিমদের উদ্ধার, প্রত্যাবাসন ও পুনর্বাসনে বাংলাদেশ-ভারতের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হচ্ছে। আগামীকাল মঙ্গলবার বাংলাদেশে দু’দিনের সফরে আসা ভারতের স্বরাষ্ট্র সচিব এই সমঝোতা স্মারকে ভারতের পক্ষে স্বাক্ষর করবেন। বাংলাদেশের পক্ষে সমঝোতা স্মারকে সাক্ষর করবেন বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব।
সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘মানব পাচার বন্ধ ভিকটিমদের উদ্ধার, প্রত্যাবাসন ও পুনর্বাসনের বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারক সাক্ষরের প্রস্তাবের অনুমোদন দেওয় হয়েছে।
বৈঠক শেষে দুপুরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের এ তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার এই বৈঠকে সভাপতিত্ব করেন।
মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, মানব পাচার বন্ধ, ভিকটিমদের উদ্ধার, প্রত্যাবাসন ও পুনর্বাসনের বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাবের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। দু’দেশের আলোচনা এবং বৈঠকের মধ্য দিয়ে ইতিপুর্বেই এই সমঝোতা স্মারক তৈরী করা হয়েছে বলেও জানান তিনি।
মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা বলেন, মঙ্গলবার বাংলাদেশে দু’দিনের সফরে আসছেন ভারতের স্বরাষ্ট্র সচিব অনিল গোস্বামী। এই বৈঠকেই সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। ভারতের পক্ষে এতে স্বাক্ষর করবেন অনিল গোস্বামী। আর বাংলাদেশের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোজাম্মেল হক খান।
মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের আরো বলেন, সমঝোতা স্মারক স্বাক্ষরের পর নিজ নিজ দেশের প্রচলিত আইনেই পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।