ঢাকা বিভাগীয় কমশিনারকে জিজ্ঞাসাবাদ
মনির হোসেন মিন্টু, এবিসিনিউজবডি,
ঢাকা : নারায়ণগঞ্জরে বহুল আলোচতি সাত খুনরে ঘটনায় হাইর্কোটরে নর্দিশেে গঠতি জনপ্রশাসন মন্ত্রণালয়রে তদন্ত কমটিি এবার ঢাকা বিভাগীয় কমিশনার জিল্লার রহমানকে জিজ্ঞাসাবাদ করছে।
মঙ্গলবার সচিবালয়ে ৬ নম্বর ভবনের ১৪০৫ নম্বর কক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয়রে অতরিক্তি সচবি ও তদন্ত কমিটিরি প্রধান শাহজাহান আলী মোল্লার নতেৃত্বে জিল্লার রহমানকে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে শাহজাহান আলী মোল্লা সাংবাদকিদরে বলনে, সাত খুনরে ঘটনায় বিভিন্ন বিষয়ে তার কাছে জানতে চাওয়া হয়ছে। ‘সাত খুনরে ঘটনার সময়ও তিনি বিভাগীয় কমশিনাররে দায়ত্বিে ছলিনে। ওই ঘটনা সর্ম্পকে তিনি যা জাননে তা আমাদরে বলছেনে।’
জজ্ঞিাসাবাদ শষেে ঢাকা বভিাগীয় কমশিনার জল্লিার রহমান বলনে, আইন-শৃঙ্খলার সঙ্গে আমার সরাসরি সর্ম্পক নইে। তদন্ত কমটিি আমার কাছে যা জানতে চয়েছে,ে আমার যা জানা ছলি তা জানয়িছে।ি
সাত খুনরে ঘটনায় নারায়ণঞ্জ সটিি করপোরশেনরে ময়ের সলেনিা হায়াৎ আইভী এবং স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান, পুলশিরে ঢাকা রঞ্জেরে উপ-মহাপরর্দিশক (ডআিইজ)ি মাহফুজুল হক নুরুজ্জামান, তৎকালীন জলো প্রশাসক, জলো পুলশি সুপার, র্যাবরে অতরিক্তি মহাপরচিালক র্কনলে জয়িাউল আহসান, চাকরি থকেে অব্যাহতি পাওয়া র্যাবরে তনি র্কমর্কতা, নূর হোসনেরে সহযোগীসহ ৫ শতাধকি ব্যক্তকিে জজ্ঞিাসাবাদ করছেে জনপ্রশাসন মন্ত্রণালয়রে তদন্ত কমটি।
গত ২৭ এপ্রলি দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লংিক রোড থকেে অপহৃত হন নারায়ণগঞ্জ সটিি করপোরশেনরে প্যানলে ময়ের ও কাউন্সলির নজরুল ইসলাম, জ্যষ্ঠে আইনজীবী চন্দন সরকারসহ ৭ জন। এর তনি দনি পর ৩০ এপ্রলি শীতলক্ষ্যায় একে একে ভসেে ওঠে সাতজনরে মরদহে। বাকি পাঁচজন হলনে নজরুলরে সহযাত্রী তাজুল ইসলাম, মনরিুজ্জামান স্বপন, লটিন ও তার গাড়চিালক জাহাঙ্গীর আলম এবং চন্দন সরকাররে গাড়চিালক ইব্রাহমি।