যোগাযোগ মন্ত্রণালয়ের নাম পরিবর্তন
আনোয়ার আজমী, এবিসিনিউজবিডি,
ঢাকা : যোগাযোগ মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম করন করা হয়েছে ‘সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়’। আর সড়ক বিভাগের নাম করা হয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়।
এর আগে যোগাযোগ মন্ত্রণালয় থেকে আলাদা করে রেল মন্ত্রণালয় সৃষ্টি করা হয়। এরপর সেতু বিভাগ এবং সড়ক বিভাগ নিয়ে গঠিত ছিল যোগাযোগ মন্ত্রণালয়।