৭ খুনের ঘটনায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের তদন্ত কমিটির ধীরগতি
মনির হোসেন মিন্টু, জ্যেষ্ঠ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,ঢাকা : নারায়নগঞ্জে ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামসহ ৭ খুনের ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি এগুচ্ছে ধীরগতিতে। পুলিশের তদন্ত কমিটি চাঞ্চল্যকর এই খুনের ঘটনার তদন্ত যখন শেষ করে এনেছে, তখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের কমিটি জিজ্ঞাসাবাদের নামে শুধু সময় ক্ষেপন করছে।
বুধবার এবিসিনিউজবিডি’র কাছে এসব অভিযোগ করেন নিহত নজরুল ইসলামের স্ত্রী নাসিক ওয়ার্ড কাউন্সিলর সেলিনা ইসলাম ও তার ছোট ভাই তরিকুল ইসলাম। নজরুলের শ্বশুর অবশ্য এ বিষয়ে তেমন কিছু বলতে রাজি হননি।
নারায়গঞ্জের এই ৭ খুনের ঘটনায় হাইকোর্টের নির্দেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি মঙ্গলবার দুপুরে ঢাকার বিভাগীয় কমিশনার জিল্লার রহমানকে জিজ্ঞাসাবাদ করে। এর আগে গত সপ্তাহে ৭ খুনের ঘটনায় সচিবালয়ে তদন্ত কমিটির অস্থায়ী কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয় পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামানকে। এরও প্রায় দুই সপ্তাহ আগে নারায়নগঞ্জের আলোচিত গড ফাদার সাংসদ শামীম ওসমান ও মেয়র সেলিনা হায়াৎ আইভিকে জিজ্ঞাসাবাদ করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির দাবি, তারা এই সাত খুনের ঘটনা তদন্তের দায়িত্ব পেয়ে ইতিমধ্যে জিল্লার রহমান, মাহফুজুল হক নুরুজ্জামান, শামীম ওসমান ও সেলিনা হায়াৎ আইভিসহ নারায়নগঞ্জের তৎকালীন জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান, চাকরি থেকে অব্যাহতি পাওয়া (বর্তমানে কারারুদ্ধ) র্যাবের তিন কর্মকর্তা, নূর হোসেনের সহযোগীসহ ৫ শতাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে।
তবে নারায়নগঞ্জের এই ৭ খুনের ঘটনার তদন্তে নমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি ধীর গতিতে এগুচ্ছে বলে অভিযোগ করেছেন নিহত নজরুলের স্ত্রী নব-নির্বাচিত নাসিক ওয়ার্ড কাউন্সিলর সেলিনা ইসলাম ও তার (নজরুল) ছোট ভাই তরিকুল ইসলাম।
সেলিনা ইসলাম এবিসিনিউজবিডিকে বলেন, ‘যতটুকু জেনেছি, পুলিশের তদন্ত কমিটি চাঞ্চল্যকর এই খুনের ঘটনার তদন্ত শেষ করে এনেছে। অথচ জনপ্রশাসন মন্ত্রণালয়ের কমিটি জিজ্ঞাসাবাদের নামে শুধু সময় ক্ষেপন করছে। যেভাবে এই কমিটি এগুচ্ছে তাতে করে চলতি বছরেও এই মামলার তদন্ত কার্যক্রম শেষ হবে না’
নজরুল ইসলামের ছোট ভাই তরিকুল ইসলাম এই প্রতিবেদকে বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি এক সপ্তাহ কখনো দুই সপ্তাহ জ্ঞাপ দিয়ে দিয়ে জিজ্ঞাসাবাদ করছে। এর অর্থ কি আমরা তা জানি না। তবে আমরা মনে করি, ইচ্ছে করলেই তদন্ত কার্যক্রম আরো গতিশীল করা যেত।’
এ প্রসঙ্গে তদন্ত কমিটি প্রধান জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লা অভিযোগের বিষয়ে কিছু বলতে রাজি হননি।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল নারায়নগঞ্জে একটি মামলায় হাজিরা দিয়ে ঢাকায় যাওয়ার পথে ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোড থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে নাসিক প্যানেল মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম এবং এাডভোকেট চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। অপহরণের তিন দিন পর ৩০ এপ্রিল নারায়নগঞ্জের শীতালক্ষা নদীতে নজরুল ও চন্দন সরকারসহ অপহৃত ৬ জনের এবং এর একদিন পর ১ মে বাকি ১ জনের লাশ ভেসে ওঠে।
চাঞ্চল্যকর এই ৭ খুনের মামলার প্রধান আসামী নূর হোসেন এসময় ভারতে পালিয়ে যায়। গত ১৪ জুন দুই সহযোগীসহ নুর হোসেনকে কলকাতা পুলিশের একটি দল দমদম বিমানবন্দরের পাশের একটি ফ্ল্যাট থেকে আটক করে।
৭ খুনের ঘটনায় অভিযুক্ত র্যাব-১১’র সাবেক অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মাদ, মেজর আরিফ হোসেন ও নারায়নগঞ্জের সাবেক ক্যাম্প প্রধন লে. কমান্ডার এম এম রানা বর্তমানে ঢাকার কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। তারা সকলেই ৭ খুনের এই ঘটনায় জড়িত থাকার কথা জানিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।