বন্যাদুর্গত ১৯ জেলায় দরিদ্রদের ভিজিএফ কার্ড
সিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি,
ঢাকা : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বন্যাদুর্গত ১৯ জেলায় পানি নেমে যাওয়ার সাথে সাথেই রাস্তাঘাট মেরামতের মাধ্যমে কর্মসংস্থানের জন্য ৪০ দিনের কর্মসূচি ও দরিদ্রদের মধ্যে ভিজিএফ কার্ড সরবরাহ করা হবে।
বৃহস্পতিবার দুপুরে জামালপুরের ইসলামাবাদ উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। সাংসদ ফরিদুল হক খান দুলাল ও তানভীর ইমাম, মন্ত্রণালয়ের সচিব মেসবাহ উল আলম, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্দুল ওয়াজেদসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। ইসলামপুর হাইস্কুল মাঠে মন্ত্রী ৪০০ পরিবারের হাতে ত্রাণ সামগ্রী ও মাথা পিছু নগদ ৩০০ টাকা তুলে দেন।
মন্ত্রী বলেন সরকার দেশের বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষন করছে। বিশেষত বন্যাদুর্গত ১৯ জেলার বন্যা পরিস্থিতি ও ত্রাণ তৎপরতা বিশেষভাবে লক্ষ্য রাখছে। প্রধানমন্ত্রী নিজেই দুর্গত এলাকার খোঁজখবর রাখছেন। প্রত্যেক জেলায় ত্রাণ তৎপরতা চালানোর জন্য সরকারের বাইরে দলের পক্ষ থেকে পদক্ষেপ নেয়া হয়েছে।
বেসরকারী টেলিভিশন চ্যানেলের প্রসঙ্গ তুলে ববলেন, যারা মধ্যরাতে বিভিন্ন টিভিতে ত্রাণ নিয়ে গলাবাজি করেন তাদের কেউই এক ছটাক চাল বা অন্য কোন সহায়তা নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ায়নি। তিনি দৃঢ়তার সাথে বলেন শেখ হাসিনার সরকারে কেউ না খেয়ে মরবেনা।