পাহাড়ে শান্তি ফেরাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

hasinaসিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি,
ঢাকা: পার্বত্য চট্টগ্রাম এলাকায় শান্তি ফেরাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে পার্বত্য শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে বলেছেন তিনি।

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পরিদর্শনে এসে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, শান্তি চুক্তির বাকি অংশ দ্রুত বাস্তবায়ন করে পাহাড়ে চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে সরকার কাজ করছে। বন্ধু সেজে এসে পাহড়ে যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পাওে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।

পার্বত্য শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়নে জাতীয় সংসদের উপনেতার নেতৃত্বে একটি কমিটি করে দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, আমি উপনেতাকে দিয়ে কমিটি করে দিয়েছি। শান্তিচুক্তির যতটুকু বাকি আছে- তা কওে দেওয়া হবে। আমরা পাহাড়ে চিরস্থায়ী শান্তির বন্দোবস্ত করতে চাই।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ