সরকারের বিরুদ্ধে চক্রান্তের খবরের সত্যতা নেই: যুক্তরাষ্ট্র দূতাবাস
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি,ঢাকা : বাংলাদেশে শেখ হাসিনা সরকারকে সরিয়ে দিতে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ‘চেষ্টার’ খবরের সত্যতা নেই বলে জানিয়েছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস।
দূতাবাসের মুখপাত্র মনিকা শাই বৃহস্পতিবার বলেন, ভারতীয় গোয়েন্দাদের উদ্ধৃত করে প্রকাশিত ‘হাসিনাকে উৎখাতে মার্কিন তৎপরতা’ শিরোনামের প্রতিবেদনটি নিয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করেছেন। এ বিষয়ে এক ইমেইলে তিনি বলেন, ‘ওই খবরের কোনো সত্যতা নেই।’
মনিকা শাই বলেন, ‘আপনারা জানেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দৃঢ় বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে। উগ্র মৌলবাদ প্রতিরোধ, বাণিজ্য সম্পর্কের উন্নয়নের পাশাপাশি, শ্রম পরিবেশের উন্নয়ন এবং আঞ্চলিক অর্থনৈতিক সম্পৃক্ততার মতো বিষয়গুলো এগিয়ে নিতে দুই দেশ ঘনিষ্টভাবে কাজ করছে।’
এ প্রসঙ্গে বাংলাদেশ নৌবাহিনীকে যুক্তরাষ্ট্র কোস্ট গার্ডের জাহাজ ‘রাশ’ দেয়ার প্রস্তাবের বিষয়টিও তুলে ধরেন দূতাবাসের মুখপাত্র।
মনিকা শাই বলেন, ‘আগামী অক্টোবরে ওয়াশিংটনে আমাদের বার্ষিক পার্টনারশিপ ডায়ালগের মধ্য দিয়ে দ্বিপক্ষীয় এই সম্পর্ককে আরো এগিয়ে নেয়া সম্ভব হবে বলে আমরা আশা করছি।’