খিলগাঁও থানার সেই ওসিকে প্রত্যাহার

SIRAJমনির হোসেন মিন্টু, সিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি,
ঢাকা: কর্তব্যে অবহেলাসহ নানা অভিযোগে রাজধানীর খিলগাঁও থানার সেই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্সের এক আদেশে শুক্রবার দুপুরে তাকে প্রত্যাহার করা হয়। মতিঝিল জোনের উপ পুলিশ কমিশনার (ডিসি) আশরাফ উজ-জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি সূত্র জানায়, খিলগাঁও থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং দায়িত্বে অবহেলার জন্য আজ এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলামকে প্রত্যাহার করা হয়। সূত্র আরো জানায়, খিলগাঁও থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটার পাশাপাশি নারী কেলেংকারীর অভিযোগ রয়েছে সিরাজুল ইসলামের বিরুদ্ধে।

সর্ব শেষ গতকাল খিলগাঁও থানার গোড়ান ফায়ার সার্ভিস স্টেশনের সামনে পিতা-পুত্রকে গুলি করে ৪৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। গুলিতে শরিফুল হোসেন সাইমুন (৩২) নিহত হন। আর তার পিতা ইসরাফিল হোসেনকে (৫৮) আশঙ্কাজনক অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাত-পা এবং শরীরে চারটি গুলিবিদ্ধ হয়।

৪৮ লাখ টাকা উদ্ধার ও সায়মুন হত্যাকারীদের ধরতে
খিলগাঁও থানা পুলিশের কোন উদ্যোগ নেই

মানি একচেঞ্জের ব্যবসার ছিনতাই হওয়া ৪৮ লাখ টাকা উদ্ধার ও সায়মুন হত্যাকারীদের ধরতে খিলগাঁও থানা পুলিশের কোন উদ্যোগ নেই। ঘটনার পর খিলগাঁও এলাকায় চেকপোষ্ট বসিয়ে তল্লাসি বা নিরাপত্তা তৎপরতা জোড়দার করা হয়নি।
শুক্রবার রাজধানীর ঘনবসতির এই থানা এলাকা সরেজমিন ঘুরে এ অবস্থা দেখা যায়। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত থানায় পাওয়া যায়নি ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) সিরাজুল ইসলাম শেখ, ওসি তদন্ত ওয়াহিদুজজ্জামান ও অপারেশন অফিসার (সেকেন্ড অফিসার) শেখ কামরুজ্জামানকে।

বৃহস্পতিবার ডিএমপির খিলগাঁও থানার শান্তিপুর এলাকায় একই সাথে পিতা-পুত্রকে গুলি করে ৪৮ লাখ টাকা লুট করেছে সন্ত্রাসীরা। গুলিতে শরিফুল হোসেন সাইমুন (৩২) নিহত হয়েছেন। আর তার পিতা ইসরাফিল হোসেনকে (৫৮) আশঙ্কাজনক অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাত-পা এবং শরীরে চারটি গুলি লেগেছে তার।

বৃহস্পতিবার রাতের এই ঘটনার পর শুক্রবার খিলগাঁও থানা এলাকায় গিয়ে বাড়তি কোন পুলিশি তৎপরতা দেখা যায়নি। প্রতিদিনের মতই ঢিলেঢালাভাবে চলছিল থানার কার্যক্রম। দায়িত্বশীল কোন কর্মকর্তাকেও পাওয়া যায়নি থানায়। তারা কখন থানায় আসবেন, নাকি আসবেন না, সে সম্পর্কে কোন তথ্যও দিতে পারেননি ডিউটি অফিসার এস.আই ফজলুল হক। শুধু তাই নয়, লুট হওয়া ৪৮ লাখ টাকা উদ্ধারেও থানার পক্ষ থেকে কোন তৎপরতা অভিযান পরিচালনার কথা জানা যায়নি।

এদিকে নিহত শরিফুল হোসেন সাইমুনের মরদেহ পোষ্টমর্টেম শেষে শুক্রবার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাদ আছর খিলগাঁও এলাকায় জানাজা শেষে সায়মুনের মরদেহ পিতা ইসরাফিল হোসেনের দেখার জন্য বারডেম হাসপাতালের হিমাগারে রাখা হবে। পুত্রের মৃত্যুর খবর এখনো তিনি জানেন না। ইসরাফিল হোসেনের শরীর থেকে গুলি অপসারন করা যায়নি। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর  আগামীকাল (শনিবার) তার শরীরে অস্ত্রপচার করা হবে

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ