কমিউনিটি ক্লিনিকের সেবা নিতে প্রধানমন্ত্রীর ভয়েস কল

healthসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ কমিউনিটি ক্লাবের সেবা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৬ কোটি মানুষকে মোবাইলের ভয়েস কলের মাধ্যমে আহবান জানিয়েছেন। সোমবার সকাল সাড়ে ১১টার পর থেকে মোবাইলে প্রধানমন্ত্রীর ভয়েস কল পৌছে যাচ্ছে সাধারন মানুষের কাছে। আগামী কাল থেকে এব্যাপারে ব্যাপক প্রচারণা শুরু হচ্ছে।
সোমবার সকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রনালয়ের সম্মেলন কক্ষে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌছে দেওয়ার প্রচারনার লক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলী। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির, স্বাস্থ্য সচিব এমএম নিয়াজ উদ্দিন ও কমিউনিটি ক্লিনিকের প্রকল্প পরিচালক মাখদুমা নার্গিস এসময় উপস্থিত ছিলেন।
ভয়েস কলে প্রধানমন্ত্রী জানিয়েছেন- ‘প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম। আমি শেখ হাসিনা, আপনাদের সেবায় নিয়োজিত। আপনাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করবার জন্য আমরা কমিউনিটি হেলথ্ কেয়ার সেন্টার করে দিয়েছি, আপনাদের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌছে দিচ্ছি।’ ভয়েস কলে তিনি আরো বলেছেন, ‘আপনারা এই কমিউনিটি হেলথ্ কেয়ার সেন্টারে আসুন, চিকিৎসা সেবা নেন। মা, শিশু এবং পরিবারের সকলে মিলে ্অপনারা এই চিকিৎসাসেবা নেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন সেটাই আমাদের কামনা। কমিউনিটি হেলথ্ কেয়ার সেন্টার আপনাদের সেবায় নিয়োজিত।’
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলী জানান, দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রায় ৬ কোটি মানুষকে একটি টেলিটক নম্বর থেকে (০১৫১২৩৪৫৬৭৮) এই ভয়েস কল করা হবে। প্রতিদিন ২০ লাখ মানুষকে এই কল করা হবে। যদি কেউ এ কল সিরিভ না করেন তাকে ৩ বার এ কল করা হবে। এতে প্রতি কলে খরচ হবে ৩৬ পয়সা। কাল থেকেই এ ভয়েস কল চালু হবে।
তিনি বলেন, ‘দেশের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। কিন্তু প্রত্যন্ত অঞ্চলে এখনো এসেবা নিশ্চিত করা পুরোপুরি সম্ভব হয়নি। তাই এই ভয়েস কল করা হচ্ছে। এ কলের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিপাবে।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ