আজও কোটি হৃদয়ে সালমান শাহ

Salman Shahবিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সালমান শাহ বিহীন কেটে গেল ঢালিউডের দেড়যুগ। বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় এ অভিনেতার ১৮ তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৬ সালের এই দিনে কোটি ভক্তকে কাঁদিয়ে পরপারে চলে যান তিনি। যার মৃত্যু আজও সবার কাছে রহস্যই রয়ে গেছে।

সালমান এমন একজন নায়ক ছিলেন যেন সবার সঙ্গেই মানানসই। শাবনূর-মৌসুমী থেকে শুরু করে শাবনাজ, শাহনাজ, লিমা, শিল্পী, বৃষ্টি, শ্যামা-তারা প্রত্যেকেই সালমানের বিপরীতে কাজ করেছিলেন।

সালমান শাহ অভিনীত ছবিগুলো হচ্ছে-কেয়ামত থেকে কেয়ামত, তুমি আমার, অন্তরে অন্তরে, কন্যাদান, জীবন সংসার, চাওয়া থেকে পাওয়া, সুজন সখী, বুকের ভেতর আগুন, এই ঘর এই সংসার, স্নেহ, বিচার হবে, প্রেমযুদ্ধ, মহামিলন, তোমাকে চাই, বিক্ষোভ, আশা ভালোবাসা, মায়ের অধিকার, আঞ্জুমান, আনন্দ অশ্রু, সত্যের মৃত্যু নেই, প্রিয়জন, শুধু তুমি, স্বপ্নের পৃথিবী, স্বপ্নের নায়ক, দেনমোহর ও স্বপ্নের ঠিকানা। সর্বাধিক ১৪টি ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করেছিলেন শাবনূর।

দেশীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতার স্মরণে দেশের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং বিটিভিসহ দেশের বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, স্মরণসভা, স্মৃতিচারণমূলক অনুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শনী প্রভৃতি। প্রয়াত অভিনেতা সালমান শাহের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা আয়োজন নিয়ে এ প্রতিবেদন।

সালমান শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বলাকা সিনে ওয়ার্ল্ডে সপ্তাহব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করছে ঢুলি কমিউনিকেশন্স নামের একটি সংগঠন। আজ শনিবার থেকে রাজধানীর বলাকা সিনেওয়ার্ল্ড প্রেক্ষাগৃহে শুরু হবে ‘সালমান শাহ্ স্মরণ উৎসব-২০১৪।’ উৎসব চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত।

সালমান শাহ স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে দেশের টিভি চ্যানেলগুলোতে থাকছে বিশেষ আয়োজন। তার স্মরণে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করে বিভিন্ন টিভি চ্যানেল। এর মধ্যে একুশেটিভি প্রচার করবে বিশেষ অনুষ্ঠান। প্রখ্যাত এই অভিনেতাকে শ্রদ্ধা জানিয়ে একুশে টেলিভিশনে আজ রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘অমর নায়ক সালমান’। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে সালমান শাহর স্মৃতিচারণ করেছেন দেশের চলচ্চিত্র জগতের বিশিষ্টজনরা।

শনিবার থেকে আরটিভিতে ৬ দিনব্যাপী প্রচার হবে সালমান শাহ অভিনীত চলচ্চিত্র। প্রতিদিন দুপুর ১২টা৩৫ মিনিট থেকে সপ্তাহজুড়ে দেখানো হবে এসব চলচ্চিত্র। এসএটিভিতে আজ রাতে ‘গহীনের গান’ নামের একটি অনুষ্ঠানে সালমান শাহ অভিনীত চলচ্চিত্রের গান গাইবেন পড়শী। বাংলাভিশনে ‘দিন প্রতিদিন’ অনুষ্ঠানে সালমান শাহকে নিয়ে কথা বলেছেন নির্মাতা সোহানুর রহমান সোহান। তার হাত ধরেই রূপালী পর্দায় এসেছিলেন সালমান। অনুষ্ঠানে তিনি শোনাবেন সালমানের চলচ্চিত্রে আসার গল্প। এটি প্রচার হবে আজ সকাল সাড়ে ৮টায়। এছাড়া প্রায় প্রতিটি চ্যানেলে থাকছে সালমান শাহ অভিনিত চলচ্চিত্র।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ