সামরিক সমন্বয়ের কথা অস্বীকার যুক্তরাষ্ট্র ও ইরানের
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ যুক্তরাষ্ট্র ও ইরান জিহাদি গ্রুপ ইসলামিক স্টেট (আইএস) বিরোধী লড়াইয়ে যে কোন ধরণের সামরিক সমন্বয়ের পরিকল্পনার কথা অস্বীকার করেছে।
সংবাদ মাধ্যমে তেহরানের এ ধরণের পরিকল্পনা অনুমোদনের খবর প্রকাশের প্রতিক্রিয়ায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডেপুটি মুখপাত্র ম্যারি হার্ফ বলেন, আমরা ইরানের সঙ্গে সমন্বয় করে কোন ধরণের সামরিক পদেক্ষেপ কিংবা গোয়েন্দা অংশীদারিত্বে যাচ্ছিনা। এছাড়া এ ধরণের কোন পরিকল্পনাও নেই।
তিনি বলেন, অতীতের মতো যুক্তরাষ্ট্র কিছু নির্দিষ্ট বিষয়ে ইরানের সঙ্গে প্রকাশ্যেই যুক্ত রয়েছে। কিন্তু আমরা সমন্বয় করে যৌথ কোন পদক্ষেপে যাচ্ছি না।
তেহরানের অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে বিবিসি’র খবরে বলা হয়েছে, আইএস বিরোধী লড়াইয়ে যৌথ সামরিক পদক্ষেপের বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি অনুমোদন দিয়েছেন।
কিন্তু খবরটি প্রকাশের পর পরই ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মারজেই আফকহাম তা অস্বীকার করে বলেন, ইরান ইতোমধ্যেই তার অবস্থান ঘোষণা করেছে এবং খবরটি সত্য নয়।
উল্লেখ্য, ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচী বিষয়ে একটি সমঝোতায় পৌঁছার লক্ষে যুক্তরাষ্ট্র ও তেহরানের নেতৃবৃন্দ জেনেভায় দ্বিতীয় দিনের মতো বৈঠক করেন।