এরশাদ জোট বা সরকার থেকে যেতে চাইলে চলে যেতে পারেন : কাদের

Kaderআনোয়ার আজমী, এবিসিনিউজবিডি,
ঢাকা : সরকারের বিরুদ্ধে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের নানা বক্তব্যের তীব্র  সমালোচনা করে যেগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জোট বা সরকার থেকে চলে যেতে চাইলে চলে যেতে পারেন। সরকারে থেকে সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা করতে পারেন না।

রোববার দুপুরে সচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে যানজট নিরশনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী’র সহায়তা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদেও এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, সরকাওে থেকে সরকারের বিরুদ্ধে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ নানা রকম সমালোচনা করছেন, এটা তিনি করতে পারেন না। সরকারের ভুল-ত্রুটি থাকলে সেটা তিনি সরকারের ফোরামে তুলতে পারেন। জোটের বৈঠকে তুলতে পারেন। সরকারে থেকে সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা করতে পারেন না।

ওবায়দুল কাদের বলেন, হুসেইন মুহাম্মদ এরশাদ সরকার থেকে চলে যেতে চাইলে যেতে পারেন। কাউকে তো আর জোর করে রাখা যাবে না। এটা তার দলের ব্যাপার।

সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষনা সম্পর্কে মন্ত্রী বলেন, যারা আন্দোলন করার, তারাই করতে পারছে না। আর জাতীয় পার্টি কি আন্দোলনের হুমকি দিবে।

(মেহদী/ ০৭ সেপ্টেম্বও ২০১৪)

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ