তথ্যপ্রযুক্তি আন্দোলনে জেগেছে গাজীপুরবাসী
প্রযুক্তি রিপোর্টার, এবিসি নিউজ বিডি, গাজীপুরঃ গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের মূল্যহার বিটিআরসি কর্তৃক প্রতি মেগাবাইট ১০ পয়সা ও প্রতি গিগাবাইট ১০ টাকা হারে এবং সর্বনিন্ম গতি ৫১২ কিলোবাইট অবিলম্বে ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে তথ্যপ্রযুক্তি আন্দোলন গাজীপুরের কর্মসূচী ঘোষণা করা হয়েছে।
গতকাল ১০ জুন ২০১৩ খৃস্টাব্দ সোমবার সন্ধ্যা ৬টায় শহরের বিলাশপুর রোডস্থ গাজীপুর অনলাইন ডট কমের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। সাবেক ছাত্রনেতা ও সংগঠক একেএম মনিরুজ্জামান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তথ্যপ্রযুক্তি আন্দোলনের কেন্দ্রীয় সহযোগি সংগঠন আইসিটি অফ বাংলাদেশ – ইয়াহু গ্রুপের মডারেটর তথ্যপ্রযুক্তিবিদ এম.এ কবির, কেন্দ্রীয় সিবিএ নেতা শাকিল আহমেদ সেন্টু , ব্যবসায়ী মোতাহার হোসেন খোকন, যুবনেতা ওয়াসিম চক্রবর্তী, অনলাইন অ্যাক্টিভিস্ট সাইফুল ইসলাম মন্ডল, ওসমান মিয়া, মোঃ মাসুদ, নারীনেত্রী ফাতেমা বেগম শিল্পী, আকলিমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে একেএম মনিরুজ্জামান সোহেল বলেন, বর্তমান সরকার তথ্যপ্রযুক্তি বান্ধব সরকার। অতর্থনীতির চাকা মজবুতকরণের লক্ষ্যে এই সরকার পর পর ৫ দফা ব্যান্ডউইথের দাম কমিয়েছে। কিন্তু রক্তচোষা ইন্টারনেট সেবাদাতারা গ্রাহক পর্যায়ে সেই অনুপাতে মূল্য হ্রাস করেনি।
ব্যবসায়ী মোতাহার হোসেন খোকন বলেন, ইন্টারনেটের গতি বৃদ্ধির পাশাপাশি গ্রাহক পর্যায়ে এর দাম কমিয় আনতে হবে। বর্তমানে যে গতি আমরা পাই তা দিয়ে বিদেশী বায়ারদের সাথে যোগাযোগ রক্ষা করতে প্রতিনিয়ত সমস্যার সন্মুখীন হতে হচ্ছে। তিনি বলেন, তারহীন ইন্টারনেটের বেইজ স্টেশন আরো বৃদ্ধি করতে হবে।
মোবাইল ইন্টানেটের দাম দেখে এর ব্যবহার খুব বেশি দরকার না হলে করি না। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখানো এই সরকার অবশ্যই আমাদের দাবির প্রতি দৃষ্টি দিবেন বলে আশা করি। বলেন শাকিল আহমেদ সেন্টু।
সভায়অন্যান্য বক্তারা ইন্টানেটের দাম কমানোর জন্য একমত পোষণ করেন এবং দাবি আদায় না হলে সর্বস্তরে তথ্যপ্রযুক্তি আন্দোলন আরো বেগবান করার আহ্বান জানান।
কর্মসূচি ঘোষণা করেন এম.এ কবির। কর্মসূচির অংশ হিসেবে ১১ জুন মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ঢাকার বনানীস্থ কামাল আতাতুর্ক এভিনিউতে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ গ্রহণ করা, শহরব্যাপী জনসচেতনা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করা, দাবি আদায়ে সাংগঠনিক কাঠামো মজবুতকরণ এবং ১২ জুন ঢাকায় বিটিআরসি কার্যালয়ে গণঅবস্থান কর্মসূচিরত অংশগ্রহণ করার দৃঢ প্রত্যয় ব্যাক্ত করা হয়। এছাড়া তথ্যপ্রযুক্তি আন্দোলন, গাজীপুর কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়ন করবে।