যানজট মুক্ত করতে আর্থিক ও কারিগরি সহায়তার আশ্বাস ইউএনডিপির

Undpমনির হোসেন মিন্টু, এবিসিনিউজবিডি,
ঢাকা : ঢাকা শহরকে যানজট মুক্ত করতে আর্থিক ও কারিগরি সহায়তার আশ্বাস দিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। এ বিষয়ে ইউএনডিপির পক্ষ থেকে একটি প্ল্যান দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জনসচেতনতা সৃষ্টিতেও আর্থিক সহায়তার আগহ প্রকাশ করা হয়েছে।

রোববার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে ইউএনডিপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা জানান।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, ইউএনিডিপি আমাদেও দেশ কাজ করতে চায় এবং সহায়তা দিতে চায়। মূলত তাদের উদ্দেশ্যে আমাদের ট্রাফিক জ্যাম মুক্ত করা। এ ব্যাপারে তারা একটা পরিকল্পনা করেছেন। সরকারের সঙ্গে তারা জনগণকে সচেতনতা সৃষ্টি করতে এ প্রকল্পে সাহায্য করতে চায়। জেলখানা, গুরুত্বপূর্ণ অফিস যানজটের অন্যতম একটা কারণ। নতুন অফিস ঢাকার বাইরে করার চিন্তা ভাবনা চলছে বলে জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ট্রাফিক জ্যামের কারণে কেউই সময়মত পৌছতে পারে না। আমি নিজেও গতকাল শনিবার দেড় কিলোমিটার হেটেছি। রং-সাইড ব্যবহার না করে ফুটপাথ দিয়ে হেটে এসেছি শাহবাগে একটি মটর শোভাযাত্রা উদ্বোধন করতে। লোক দেখানোর জন্য এটা আমি করিনি দাবি করে ওবায়দুল কাদের বলেন, ওই সময় আমার সঙ্গে সাংবাদিকরাও ছিলেন না।

সড়ক পরিবহন মন্ত্রী আরো বলেন, আমাদের এখানকার বাসে ইউএনডিপির লোকেরা যাতায়াত করেছে। তাদের পর্যবেক্ষণ এখানে ছোট ছোট গাড়ির ব্যবহার বেশি। মানসম্মত বাস বাড়ানোর উপর গুরুত্ব দিয়েছে ইউএনডিপি। লক্কর ঝক্কর বাস অনেকেই ব্যবহার করতে চায় না। বিআরটিসি ছাড়া আমাদের আর কোনো বাস নেই। তবে এগুলো প্রয়োজনের তুলনায় অপ্রতুল। পরিবহন সংকট নিরসনে ১০০টি এসি মিনিবাস আমদানির প্রক্রিয়া চলছে বলেও মন্ত্রী জানান।

(মেহদী/ ০৭ সেপ্টেম্বর ২০১৪)

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ