এখনো আড়াই কোটি লোক সাক্ষরতার বাইরে : গণশিক্ষা মন্ত্রী

Fizerসিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি,
ঢাকা : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, দেশে বর্তমানে নারী শিক্ষিতের হার ৬৬ শতাংশ। বাস্তবে সাক্ষরতার হার এর থেকে বেশি হতে পারে। এখনো প্রায় আড়াই কোটি লোক সাক্ষরতার বাইরে আছে।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে রোববার দুপুরে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান তিনি।

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বলেন, এবারের আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘টেকসই উন্নয়নের মূল কথা সাক্ষরতা আর দক্ষতা’। দেশের  নিরক্ষর জনগোষ্ঠীকে সাক্ষর ও জীবন দক্ষতাভিত্তিক  প্রশিক্ষণের পাশপাশি আধনিক ও কর্মমুখী শিক্ষায় শিক্ষিত দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে  ব্যাপক বাস্তবায়ন করছে। এর ফলে শিক্ষাক্ষেত্রে ঝরে পড়ার হার ও বৈষম্য কমেছে। শিক্ষার গুণগত মান বেড়েছে। আমার দেশ থেকে নিরক্ষরতা দূর করতে বদ্ধ পরিকর।

তিনি বলেন, আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে ঢাকায় ৩৬টি দেশের প্রতিনিধি সমন্বয়ে শিক্ষা এবং সাক্ষরতার মাধ্যমে নারীর ক্ষমতায়নের সাফল্য এবং আন্তর্জাতিক ক্ষেত্রে অর্জিত কৃতিত্ব বিষয়ে এক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

মোস্তাফিজুর রহমান বলেন, আগামীকাল সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তজাতিক সম্মেলন কেন্দ্রে এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী ১৪টি দেশের প্রতিনিধিদের হাতে ইউনেস্কো লেটারেচি অ্যাওয়ার্ড তুলে দেবেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ