বড় সংগ্রহের পথে ওয়েস্ট ইন্ডিজ

West Indisস্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ক্রেইগ ব্রেথওয়েইট ও শিবনারায়ন চন্দরপলের দৃঢ়তায় বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে বড় সংগ্রহের পথে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কিংসটাউন টেস্টে দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ৪০৭ রান। ক্রেইগ ব্রেথওয়েইট ২০৫ ও শিবনারায়ন চন্দরপল ৫১ রানে ব্যাট করছেন।
এরই মধ্যে ১৪৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন এই দুজনে। প্রথম টেস্টে এটি স্বাগতিকদের তৃতীয় শতরানের জুটি। তিনট জুটিতেই ছিলেন ব্রেথওয়েইট।

শনিবার কিংসটাউনের আর্নস ভেল গ্রাউন্ডে বৃষ্টির কারণে প্রথম সেশনে খেলা হতে পারেনি। দ্বিতীয় সেশনের ৫০ মিনিট পর খেলা শুরু হয়।

৩ উইকেটে ২৬৪ রান নিয়ে খেলা শুরু করে কোনো উইকেট না হারিয়ে ১৪৩ রান যোগ করে ওয়েস্ট ইন্ডিজ। অতিথিদের আঁটোসাটো বোলিংয়ের পরও দলকে এগিয়ে নিচ্ছেন ব্রেথওয়েইট ও চন্দরপল।

১২৩ রান নিয়ে খেলা শুরু ব্রেথওয়েইট পেয়েছেন তার প্রথম দ্বিশতক। মাহমুদুল্লাহ রিয়াদের বলে চার হাঁকিয়ে দ্বিশতকে পৌঁছন এই ডানহাতি উদ্বোধনী ব্যাটসম্যান। তার ৪৩৭ বলের ইনিংসটি সাজানো ১৪টি চারে।

স্বাভাবসুলভ সতর্ক ব্যাটিং করছেন চন্দরপল। ১ রান নিয়ে খেলা শুরু করা চন্দরপলের শনিবার অবদান ৫০ রান। ক্যারিয়ারের ৬৪তম অর্ধশতক পাওয়া বাঁহাতি এই ব্যাটসম্যানের ১৭৭ বলের ইনিংসে রয়েছে তিনটি চার।

বাংলাদেশের ১৩তম বোলার হিসেবে অভিষেক টেস্টে শতরান দিয়েছেন তাইজুল ইসলাম। প্রথম দিন দুটি উইকেট নেয়া এই বাঁহাতি স্পিনার দ্বিতীয় দিন তেমন কিছু করতে পারেননি।

অভিষিক্ত আরেক অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরীও শতরান দেয়ার কাছাকাছি আছেন। দুই পেসার আল-আমিন হোসেন ও রুবেল হোসেনও ব্যাটসম্যানদের খুব একটা পরীক্ষায় ফেলতে পারেননি।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ৪০৭/৩ (গেইল ৬৪, ব্রেথওয়েইট ২০৫*, এডওয়ার্ডস ১০, ব্র্যাভো ৬২, চন্দরপল ৫১*; তাইজুল ২/১০৬, শুভাগত ১/৯৩)

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ