সাংবাদিক অখিল পোদ্দারকে নির্যাতনের ঘটনা তদন্তে হাইকোর্টের রুল

akhil-poddar-526x330বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি,
ঢাকা : একুশে টেলিভিশনের বিশেষ প্রতিনিধি অখিল পোদ্দারকে পুলিশি নির্যাতনের ঘটনা তদন্তের জন্য স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ লক্ষ্যে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশনা দেন হাইকোর্ট।

রোববার একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

চার সপ্তাহের মধ্যে তদন্ত কমিটির প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। এছাড়া সাংবাদিক নির্যাতনের ঘটনায় মামলা নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং দায়ীদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
এছাড়াও কুষ্টিয়ার কুমারখালী থানার ওসিকে ২৪ ঘণ্টার মধ্যে এফআইআর নথিভূক্ত করতে নির্দেশ দেন আদালত।

উল্লেখ্য, গত ২৮ আগস্ট সাংবাদিক অখিল পোদ্দারকে কুষ্টিয়ার কুমারখালীতে বিনা অজুহাতে নির্যাতন করে পুলিশ। এ ঘটনায় এফআইআর করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে হাইকোর্টে রিট আবেদনটি দায়ের করেন অখিল পোদ্দার।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরশেদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

মনজিল মোরশেদ জানান, সাংবাদিক নির্যাতনের ঘটনায় মামলা নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং দায়ীদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

চার সপ্তাহের মধ্যে, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, কুষ্টিয়ার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার, কুমারখালী থানার ওসি ও এএসআই আবুল কালাম আজাদকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
মনজিল মোরসেদ আরো জানান, স্বরাষ্ট্র সচিবকে দুইজন কর্মকর্তাকে দিয়ে ঘটনা তদন্ত করে ২১ অক্টোবর এবং ওসিকে ১৭ সেপ্টেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। রিটের পরবর্তী শুনানির জন্য ১৭ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ