ব্রাফেটের অসাধারণ ব্যাটিং দেখে কী শিখলেন বাংলাদেশি ব্যাটসম্যানরা?
স্পোর্টস ডেস্ক, এবিসিনিউজ.কম.বিডি,
ঢাকা : ক্রেগ ব্রাফেটের অসাধারণ ইনিংসটি দেখে কী শিখলেন বাংলাদেশি ব্যাটসম্যানরা? চোখের সামনে দেখা এমন একটি ইনিংসও বদলাতে পারল না সেই পুরোনো ‘বদ-অভ্যাস’। পিচের সাথে মানিয়ে নেওয়ার আগেই অফস্টাম্পের বাইরের বলকে খোঁচাখুঁচি করতে যাওয়া যে টেস্ট ক্রিকেটে গর্হিত, সেই মৌলিক ব্যাপারটিই বারবার ভুলে যান বাংলাদেশের ব্যাটসম্যানরা। ভুল করলেন দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস। আর তাতেই সেই একই গল্প।
ব্যাটিং বিপর্যয়। তামিম, ইমরুলকে হারিয়ে এই মুহূর্তে দিশেহারা বাংলাদেশ।
স্কোরবোর্ডে প্রথম রান যোগ করেই ফিরে যান তামিম ইকবাল। কেমার রোচের বলে স্লিপে দাঁড়ানো ব্রাভোকে যেন ক্যাচ প্রাকটিস করালেন তামিম। ১৮ রানে ফেরেন ইমরুল। জেরম টেলরের বলে সেই ব্রাভোর হাতেই ধরা পড়লেন তিনি। তার ব্যক্তিগত সংগ্রহ ছিল ৯।
এই মুহূর্তে শামসুর রহমানের সঙ্গী হয়েছেন মুমিনুল হক। ক্যারিবীয়দের ৪৮৪ রানের পাহাড় মাথায় নিয়ে বিপর্যয়ের মধ্যে এই দুই ব্যাটসম্যান শেষ খবর পাওয়া পর্যন্ত ব্যাট করছিলেন। তাদের সংগ্রহ ছিল ২ উইকেটে ৬৬ রান।