ফিলিপাইনের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি মন্ত্রিসভায় অনুমোদন

সিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি,BD filioin
ঢাকা : বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে কূটনৈতিক ও অফিশিয়াল সার্ভিস পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের প্রস্তাবের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের এ তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার এই বৈঠকে সভাপতিত্ব করেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ পর্যন্ত ১২টি দেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি হয়েছে। নতুন করে আরো ১৯টি দেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তির বিষয়ে আলোচনা চলছে। এই চুক্তি অনুযায়ী কূটনৈতিক ও ব্যবসায়ীরা ফিলিপাইনে ভিসা ছাড়াই যেতে পারবেন। তারা ৩০ দিন ফিলিপাইনে থাকতে এবং ওই দেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করতে পারবেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ