মেয়াদ না বাড়ানোয় আবুল বারাকাত দুঃখ পেয়ে এমন মন্তব্য করছেন : মুহিত

malসিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি,
ঢাকা : জনতা ব্যাংকের চেয়ারম্যান ড. আবুল বারাকাতের বক্তব্যের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আবুল বারাকাতের মেয়াদকাল শেষ হয়ে গেছে। মেয়াদ আর বাড়ানো হবে না। এতে তিনি দুঃখ পেতে পারেন। সে জন্য হয়তো এমন মন্তব্য করছেন।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রনালয়ের সম্মেলন কক্ষে বিশেষ তহবীল গঠনের লক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জনতা ব্যাংকের চেয়ারম্যান ড. আবুল বারকাত সোমবার এক অনুষ্ঠানে অভিযোগ করেন, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ক্ষমতার অপব্যবহার করে সুনামগঞ্জের হাওরে নৌকা বাইচ প্রতিযোগিতার জন্য টাকা চেয়ে চিঠি দিয়েছিলেন। টাকা না দেওয়াতেই জনতা ব্যাংকের সিএসআর কার্যক্রম বন্ধ করা হয়েছে। আবুল বারাকাতের মেয়াদ গতকাল শেষ হয়েছে বলে অর্থমন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

অর্থমন্ত্রী ড. আবুল বারাকাতের বক্তব্যের জবাবে বলেন, ‘আবুল বারাকাতের মেয়াদকাল শেষ হয়ে গেছে। মেয়াদ আর বাড়ানো হবে না। এতে তিনি দুঃখ পেতে পারেন। সে জন্য হয়তো এমন মন্তব্য করছেন। কেউইতো আর অনন্তকালের জন্য এসব পদে আসেন না।

আবুল মাল আবদুল মুহিত বলেন, জনতা ব্যাংকের অনেক অবক্ষয় হয়েছে। আমরা যখন ক্ষমতায় আসি তখন সরকারের সবচেয়ে ভাল ব্যাংক ছিল জনতা ব্যাংক। এখন সে অবস্থা নেই।

অর্থমন্ত্রী বলেন, আওয়ামী লীগে অনেক বুদ্ধিজীবী (ইন্টেলেকচুয়াল জায়েন্ট) আছেন যাদের দেখাশোনা করতে হয়। কিন্তু কাউকে সারাজীবন দেখা সম্ভব নয়। পাঁচ বছর তাকে রাখা হয়েছে। এটাই যথেষ্ট।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ