কাল রাজধানীতে শুরু হচ্ছে ৩দিনব্যাপী এগ্রো-বাংলাদেশ এক্সপো মেলা

Melaসিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি,
ঢাকা : ‘আগামী দিনের কৃষিতে উন্নতি আধুনিক প্রযুক্তি’ এ শ্লোগান নিয়ে আগামীকাল বৃহস্পতিবার থেকে রাজধানীতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী (১১-১৩ সেপ্টেম্বর) চতুর্থ ‘এগ্রো-বাংলাদেশ এক্সপো ২০১৪’। এ মেলায় দেশি-বিদেশি মিলিয়ে মোট ২২৫টি স্টল স্থান পাবে। এছাড়া প্রতিদিন ৬টি টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হবে। সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার সকালে এ মেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ।

বুধবার দুপুরে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও মহা-পরিচালক (বীজ উইং) আনোয়ার ফারুক।

মেলার উদ্দেশ্য সম্পর্কে অতিরিক্ত সচিব বলেন, ‘এগ্রো-বাংলাদেশ এক্সপো ২০১৪’ মূল উদ্দেশ্য হচ্ছে ফসলের গুণগতমান বৃদ্ধিসহ খাদ্য ও শস্যের প্রক্রিয়াজাতকরণ (প্রি এন্ড পোষ্ট হার্ভেষ্ট) টেকনোলজি এবং কৃষির আধুনিক যন্ত্রপাতি প্রদর্শণের মাধ্যমে দেশি-বিদেশি উদ্যোক্তাদের কৃষি ক্ষেত্রে অর্থ বিনিয়োগের উৎসাহিত করা যাবে।

আনোয়ার ফারুক বলেন, মেলায় তিনিটি বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে- বীজ, পেস্টিসাইড এবং কৃষি যন্ত্রপাতি প্রদর্শণ; ফুডপ্রো বাংলাদেশ : প্রক্রিয়াজাতকরণ যন্ত্রপাতি, শস্য সংগ্রহত্তোর প্রযুক্তি, ভ্যালুচেইন ডেভেলপমেন্ট, প্যাকেজিং ও বিপণন বিষয়; এবং রাইচ অ্যান্ড গ্রিনটিচ এক্সপো : রাইচ-মিল যন্ত্রপাতি প্রদর্শণ।

মেলায় পাশ্ববর্তী ৯টি দেশ ভারত, চীন, জাপান, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, কোরিয়া এবং জার্মানিসহ দেশি-বিদেশি প্রায় শাতধিক সরকারি ও বেসরকা প্রতিষ্ঠানের এক হাজার বিজ্ঞানী, গবেষক ও ব্যবসায়ী অংশগ্রহণ করবে। এতেকরে এই অঞ্চলের সরকারি ও বেসরকারি কৃষি ক্ষেত্রের বিজ্ঞানী ও শিল্প উদ্যোক্তাদের জ্ঞানের আদান-প্রদান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে বলে জানান আনোয়ার ফারুক।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ