জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পদ হারালেন প্রতিমন্ত্রী রাঙ্গা ও তাজুল

arshadমনির হোসেন মিন্টু, এবিসিনিউজবিডি,
ঢাকা : জাতীয় পার্টির (এরশাদ) প্রেসিডিয়াম সদস্য পদ থেকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা ও বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে জাতীয় পার্টির গঠনতন্ত্র মেতাবেক চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ এই অব্যহতি আদেশে স্বাক্ষর করেন।

পার্টির একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, দীর্ঘ দিন ধরে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা ও বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরীর সঙ্গে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের টানাপোড়েন চলছিল। এরা দু’জনই রওশন এরশাদ পন্থি বলে পার্টির ভেতরে ব্যাপক আলোচনা শোনা যেত। চেয়ারম্যান এরশাদ তাদেও আরো আগেই সরিয়ে দেওয়ার পরিকল্পনা করলেও তাতে বাঁধ সাধেন রওশন এরশাদ। সর্ব শেষ রওশনকে ম্যানেজ করেই প্রেসিডিয়াম সদস্য’র পদ থেকে রাঙ্গা ও তাজুলকে সরিয়ে দেন এরশাদ।

এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত বিষয়টি নিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

(মেহদী/ ১০ সেপ্টেম্বর ২০১৪)

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ