আই অ্যাম নট আনহ্যাপি : রাঙ্গা
আনোয়ার আজমী, এবিসিনিউজবিডি,
ঢাকা : জাতীয় পার্টির (এরশাদ) প্রেসিডিয়াম সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা বলেছেন, ‘আই অ্যাম নট আনহ্যাপি। মাননীয় প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন, তা পালন করে যাব।’
বুধবার বিকেলে এবিসিনিউজবিডি’র সঙ্গে মোবাইল ফোনে (০১৭১২১২৬৩৭২) অব্যাহতির বিষয়ে তার প্রতিক্রিয়া জানাতে চাওয়া হলে তিনি এসব কথা বলেন।
এর আগে বুধবার দুপুরে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পদ থেকে চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ মশিউর রহমান রাঙ্গা ও বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরীকে অব্যাহতি দেন।
মশিউর রহমান রাঙ্গা বলেন, ‘আমার অব্যাহতির বিষয়ে আই অ্যাম নট আনহ্যাপি। আমি এখনো এ বিষয়ে পার্টির পক্ষ থেকে কোন চিঠি বা নির্দেশনা পাইনি। পেলে আমার পরবর্তি করনীয় ঠিক করবো।’
জাতীয় পার্টির হয়ে বর্তমান মন্ত্রিপরিষদে প্রতিনিধিত্ব করছিলেন, এখনও মন্ত্রিপরিষদে থাকবেন কি না’ এমন প্রশ্নের জবাবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ‘জাতীয় পার্টি থেকে অব্যাহতি দিলে মন্ত্রিপরিষদে থাকতে পারবো না তাতো নয়। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন, তাঁর দেওয়া এই দায়িত্ব আমি পালন করে যাব।’
উল্লেখ্য, জাতীয় পার্টির একটি নির্ভরযোগ্য সূত্র জানা গেছে, দীর্ঘ দিন ধরে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গা ও তাজুল ইসলাম চৌধুরীর সঙ্গে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের টানাপোড়েন চলছিল। এরা দু’জনই রওশন এরশাদ পন্থি বলে পার্টির ভেতরে ব্যাপক আলোচনা শোনা যেত। চেয়ারম্যান এরশাদ তাদের আরো আগেই সরিয়ে দেওয়ার পরিকল্পনা করলেও তাতে বাঁধ সাধেন রওশন এরশাদ। সর্ব শেষ রওশনকে ম্যানেজ করেই প্রেসিডিয়াম সদস্য’র পদ থেকে রাঙ্গা ও তাজুলকে সরিয়ে দেন এরশাদ।