জঙ্গীদের অর্থায়ন বন্ধে সব কিছু করা হবে : আমু

amuমনির হোসেন মিন্টু, এবিসিনিউজবিডি,
ঢাকা : জঙ্গিদের অর্থায়ন বন্ধে প্রয়োজনীয় সব কিছু করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জঙ্গীবাদের অর্থায়ন সংক্রান্ত টাস্ক ফোর্সের প্রথম সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আমির হোসেন আমু এ বৈঠকে সভাপতিত্ব করেন।

শিল্পমন্ত্রী বলেন, জঙ্গীবাদের অর্থের উৎস অনুসন্ধান কার্যক্রম আরও জোরদার এবং এর কার্যক্রম অধিকতর সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। এ টাস্কফোর্স সন্ত্রাস ও জঙ্গী  নিয়ন্ত্রণে কাজ করছে। দেশে সন্ত্রাস এবং জঙ্গীবাদের কার্যক্রম কিভাবে কোথাকার টাকায় পরিচালিত হচ্ছে তার উৎস খুঁজে বের করার ব্যাপারে সভায় আলোচনা হয়েছে।

আমির হোসেন আমু বলেন, সন্ত্রাসী ও জঙ্গীবাদে অর্থায়নকরারী দোষি ব্যক্তিকে চিহ্নিত করার পর শাস্তি দেওয়া হবে। এরা দেশের শত্রু। এদের কোন ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, কেবল সন্ত্রাস বা জঙ্গীবাদ নয়, মানি ল্যান্ডারিং এবং চোরাচালানের মাধ্যমে টাকা আসে কিনা তাও খতিয়ে দেখা হবে। সব ধরনের চোরাচালান বন্ধ করা হবে।

এর আগে গত ১৪ আগস্ট  জঙ্গীবাদ ও প্রতিকার কমিটির সভা শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান কামাল খান বলেছিলেন, ‘জঙ্গী অর্থায়নের উৎস খোঁজা হচ্ছে। এক্ষেত্রে ‘ইসলামী ব্যাংকগুলো জঙ্গী অর্থায়ন করছে কিনা- এ জন্য তাদের সিএস ও আরএস ফান্ডের খোঁজ খবর নেওয়া হচ্ছে।’

তিনি আরো বলেছিলেন, ‘জঙ্গীবাদে অর্থের উৎস কি, অর্থ কারা যোগান দিচ্ছে, অর্থ কিভাবে আসছে- সে বিষয়ও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ