খালেদার আপিলের আদেশ রোববার

আনোয়ার আজমী, এবিসিনিউজবিডি,
ঢাকা : বিচারক বাসুদেব রায়ের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার দায়ের করা রিট খারিজের বিরুদ্ধে দুই মামলার লিভ টু আপিলের শুনানি শেষ হয়েছে। আগামী রোববার আদেশ দেওয়া হবে।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ শুনানি গ্রহণ শেষে আদেশের জন্য এ দিন ধার্য করেন। খালেদার পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী। অপরদিকে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা উপস্থিত ছিলেন।

Khaladaদুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ফান্ড মামলায় এ বিচারক খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। গত ৭ জুলাই খালেদার পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট আসাদুজ্জামান এ লিভ টু আপিল দায়ের করেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ