‘এরশাদ বিএনপিতে আবেদন করতে পারেন’

আনোয়ার আজমী, সিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি,
ঢাকা : ‘হুসেইন মুহাম্মদ এরশাদের জাতীয় পার্টির এখন ক্ষমতাসীন আওয়ামীলীগের অঙ্গসংগঠনে পরিনত হয়েছে। নামের চেয়ারম্যান হলেও এ পার্টিতে এখন তার অবস্থা নড়বড়ে। যে কোন সময় নিজেই ছিটকে পড়তে পারেন সাইড লাইনে। সে কারনে এখন সময় নষ্ট না করে বিএনপিতে যোগদানের আবেদন করতে পারেন।

শুক্রবার দুপুরে প্রাইমনিউজ.কম.বিডি’র সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বিএনপির দফতরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন। এর আগে গত মাসে এইচ.এম এরশাদ বিএনপি চেয়ারপার্সনকে জাতীয় পার্টিতে যোগদানের আহবান জানিয়েছিলেন।

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘জাতীয় পার্টির বর্তমান অবস্থা আপনারা আমাদের চেয়ে কম জানেন। হুসেইন মুহাম্মদ এরশাদের জাতীয় পার্টির এখন আর তার নেই। এটা ক্ষমতাসীন আওয়ামী লীগের অঙ্গসংগঠনে পরিনত হয়েছে। ক’দিন আগে এরশাদ বিএনপিকে তার দলে যোগদানের আহবান জানিয়েছিলেন। তিনি শুধু নামের চেয়ারম্যান। জাতীয় পার্টিতে এখন তার অবস্থা নড়বড়ে। যে কোন সময় নিজেই ছিটকে পড়তে পারেন সাইড লাইনে। সে কারনে এখন সময় নষ্ট না করে তিনি বিএনপিতে যোগদানের আবেদন করতে পারেন।’

Arshad pic‘বিএনপি কি তাকে গ্রহন করবে’ এমন প্রশ্নের জবাবে রিজভী আহমেদ বলেন, ‘আগে আবেদন করুক। আবেদনের পর এ বিষয়ে নীতি নির্ধারনী ফোরাম সিদ্ধান্ত নেবে।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ