চাকরি হারাতে পারেন পাঁচ আমলা
মনির হোসেন মিন্টু, এবিসিনিউজবিডি,
ঢাকা : মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধার সনদ নেওয়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব এম.এম. নিয়াজ উদ্দিন মিঞাসহ পাঁচ আমলা চাকরি হারাতে পারেন। প্রতারণার মামলার খড়গও নেমে আসতে পারে এই পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে। দুদকের তদন্তের পর আজ রোববার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুক) বৈঠকে অভিযুক্ত পাঁচ সচিবের মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়।
মুক্তিযোদ্ধা সনদ বাতিল হওয়া অভিযুক্ত এই পাঁচ সচিব হচ্ছেন, প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, বর্তমান স্বাস্থ্য সচিব এম.এম. নিয়াজ উদ্দিন মিঞা, সরকারি কর্মকমিশনের (পিএসসি) সচিব এ.কে.এম আমির হোসেন, ওএসডি হওয়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কে.এইচ মাসুদ সিদ্দিকী এবং ওএসডি হওয়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল কাসেম তালুকদার। অভিযুক্ত এই পাঁচ সচিব মিথ্যা তথ্য দিয়ে চাকরির মেয়াদ বাড়াতে মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা সনদ গ্রহন করেছিলেন।
সরকারের একটি সূত্র জানায়, অভিযুক্ত এই চার সচিব ও এক যুগ্ম সচিব মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধার সনদ নিয়ে চাকরির মেয়াদ বাড়ানোর অপরাধে চাকরি হারাতে পারেন। একই সঙ্গে এই পাঁচ আমলার বিরুদ্ধে প্রতারণার মামলাও হতে পারে। মুক্তিযোদ্ধার সনদে যে সকল সুবিধা ভোগ করেছেন, তাও ফেরত দিতে হতে পারে বলেও সূত্রটি জানিয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কামাল আবদুল নাসের চৌধুরী বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। তবে মন্ত্রিপরিষদের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রাইমনিউজ.কম.বিডিকে বলেন, এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।