এসডি কার্ডে ৫১২ গিগাবাইট জায়গা !
তথ্য-প্রযুক্তি ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ গড়পড়তা পিসির চেয়ে একটি এসডি কার্ডে বেশি তথ্য সংরক্ষণ করে রাখার সুবিধা রয়েছে শুনে অনেকেরই চোখ কপালে উঠতে পারে। কিন্তু বিষয়টি বাস্তব। এক্সট্রিম পো এসডিএক্সসি নামের এমন এসডি কার্ড তৈরি করেছে স্যানডিস্ক নামের একটি প্রতিষ্ঠান। কার্ডটিতে ৫১২ গিগাবাইট তথ্য সংরক্ষণ করা যায়।
স্যানডিস্কের দাবি, বিশ্বের প্রথম ৫১২ গিগাবাইটের এসডি মেমোরি কার্ড বানিয়েছে তারা। এক খবরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে, তথ্য সংরক্ষণের সুবিধা বিবেচনায় অধিকাংশ আলট্রাবুক ও ম্যাকবুক এয়ারে ১২৮ জিবি স্টোরেজ থেকে শুরু হয় আর অধিকাংশ এসএসডি সুবিধার পিসিগুলোর স্টোরেজ শুরু হয় ২৫৬ গিগাবাইট থেকে।
এই এসডি কার্ডে ৪কে ফরম্যাটের ভিডিও সংরক্ষণ করে রাখা যাবে। এইচডির তুলনায় ৪কে ফরম্যাটে তৈরি ভিডিও রেজুলিউশন ৪ গুণ বেশি। তাই ৪কে ফরম্যাটে ভিডিও করতে বেশি মেমোরি স্টোরেজের প্রয়োজন পড়ে।
৫১২ জিবির এই এসডি কার্ডের দাম পড়বে ৮০০ মার্কিন ডলার।