মোবাইল ফোনের সারচার্জের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
মনির হোসেন মিন্টু, সিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি,
ঢাকা : শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যবহারের লক্ষে মোবাইল অপারেটর কর্তৃক সিম ও রিম কার্ড প্রদত্ত সেবার বিনিময়ে প্রাপ্ত অর্থের ওপর এক শতাংশ সারচার্জ আরোপের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়াও মন্ত্রিসভা কাষ্টমস আইন ও বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৪’র খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের এ তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার এই বৈঠকে সভাপতিত্ব করেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, দেশের মোবাইল অপারেটর কর্তৃক সিম ও রিম কার্ড প্রদত্ত সেবার বিনিময়ে প্রাপ্ত সমুদয় অর্থের ওপর এক শতাংশ হারে সারচার্জ আরোপের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তিনি বলেন, এই এক শতাংশ অর্থ হিসেবে সরকারের ১৪০ কোটি টাকা আয় হবে। এই অর্থ সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যবহার করবে।
মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা জানান, সর্বোচ্চ দুই বছরের জেল এবং ৫০ হাজার টাকা জরিমানার বিধান রেখে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৪ এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভায়। এ ছাড়া কাস্টমস আইন, ২০১৪ এর খসড়ার নীতিগত অনুমোদনও দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিদ্যমান বাল্যবিবাহ আইনটি ১৯২৯ সালের। এ আইনটির বেশকিছু ধারা সংশোধন করে বাংলায় করা হচ্ছে। এই আইনে শাস্তির পরিমাণ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
তিনি বলেন, এই আইনে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাল্যবিবাহকারী,পরিচালনাকারী এবং অভিভাবককে এক মাস থেকে সর্বোচ্চ দুই বছর এবং ৫০ হাজার টাকা জরিমানা করতে পারবেন। পূর্বে শাস্তির বিধান ছিল এক মাসের জেল এবং ১০ হাজার টাকা জরিমানা।
মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা আরো বলেন, সংশোধিত আইনে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। কমিটিতে সরকারি, বেসরকারি সংস্থা এবং নাগরিক সমাজের প্রতিনিধি থাকবে। বিবাহ বাতিলের বিষয় থাকলেসে বিষয়টি দেখবে পারিবারিক আদালত।
তিনি বলেন, কাস্টমস আইন, ২০১৪ আইনটি হালনাগাদ করে আন্তর্জাতিকমানে উন্নীত করে বাংলায় প্রণীত হচ্ছে। এ আইনটি রাজস্ব সংক্রান্ত ব্যবস্থা স্বচ্ছ,আধুনিক, যুগোপযোগী, ব্যবসা ও বিনিয়োগবান্ধব হবে। বিদ্যমান কাস্টমস আইনে আমদানি রপ্তানির পণ্যেও ঘোষণায় অসামঞ্জস্য রয়েছে। নতুন আইনে সামঞ্জস্য ও সহজতর করা হচ্ছে।
মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, কাস্টমস আইন, ২০১৪ সম্পূর্ণভাবে শেষ করে ২০১৬ সালের ১ জুলাই থেকে বাস্তবায়ন করা হবে। প্রশাসনিক অনেক বিধিবিধান আছে। এগুলো শেষ করতে দুই বছর লাগবে। মন্ত্রিসভা আইনটি নীতিগত অনুমোদন দিয়েছে।