৭ ডিআইজি ২ কমিশনারসহ ১১ পুলিশ কর্মকর্তা রদবদল
বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি,
ঢাকা : সাত ডিআইজি, দুই কমিশনারসহ ১১ পুলিশ কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রদবদল হওয়া কর্মকর্তারা হচ্ছেন, ঢাকার অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মো. আব্দুল জলিল মন্ডলকে পদেœœতী দিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার করা হয়েছে। একই সঙ্গে সিলেটের পুলিশ কমিশনার মিজানুর রহমানকে পদোন্নতি দিয়ে সিলেট রেঞ্জেই রাখা হয়েছে।
বরিশালের পুলিশ কমিশার মো. শামসুদ্দিনকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) ঢাকায় বদলি করা হয়েছে।
সিলেট রেঞ্জের ডিআইজ মো. মকবুল হোসেন ভুইয়াকে বাংলাদেশ পুলিশ হোডকোয়ার্টারে ডিআইজি হিসেবে পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে।
রেলওয়ে রেঞ্জের ডিআইজি কামরুল আহসানকে পদোন্নতি দিয়ে সিলেটের পুলিশ কমিশনার করা হয়েছে।
এসবির অতিরিক্ত ডিআইজি মাহবুব হোসেনকে একই শাখায় পদোন্নতি দিয়ে ডিআইজি করা হয়েছে।
র্যাবের অতিরিক্ত পরিচালক মল্লিক ফখরুল ইসলামকে রেলওয়ের ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টারে আতিকুল ইসলামকে ডিআইজি হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টারের মনজুর কাদের খানকে পদোন্নতি দিয়ে সিআইডির ডিআইজি করা হয়েছে।
রাজশাহী সারদার পুলিশ একাডেমির ভাইস প্রিন্সিপাল সোহরাব হোসেনকে ডিআইজি হিসেবে পদোন্নতি দিয়ে পুলিশ হেডকোয়ার্টারে বদলি করা হয়েছে।
সাউথ সুদান মিশন থেকে আগত পুলিশ হেডকোয়ার্টারের রিপোর্টকৃত অমূল্য ভুষণ বড়ুয়াকে রাজশাহী সারদার পুলিশ একাডেমির ভাইস প্রিন্সিপাল করা হয়েছে।