‘পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড ভেঙ্গে পড়েনি’

asaduzaman Kamalআনোয়র আজমী, সিনিয়ির রিপোর্টার, এবিসিনিউজবিডি,
ঢাকা : মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমানের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড ভেঙ্গে পড়েনি। সব ঠিকই আছে। কেউ যদি বলে থাকে এটা মনগড়া নিজস্ব বক্তব্য।

সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদুল আযহা ও দূর্গা পুজাকে সামনে রেখে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রন ও মানুষের ঘরে ফেরা নিশ্চিত করার বিষয়ে আন্ত মন্ত্রনালয়ের বৈঠক শেষে  সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহকে রাজধানীর একটি হাসপাতালে দেখতে গিয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান ‘পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড ভেঙ্গে পড়েছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কথা পুলিশে কেউ শোনেন না। গত ১৩ সেপ্টেম্বর দুপুরে সুপ্রীম কোর্ট চত্তরে ড. মাহবুব উল্লাহ সন্ত্রসীদের হাতে লাঞ্চিত হন।

ড. মিজানের বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘কে কি বলেছে, তা আমার জানা নেই। পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড ভেঙ্গে পড়েনি। সব ঠিকই আছে। কেউ যদি বলে থাকে, এটা মনগড়া নিজস্ব বক্তব্য।’

আসাদুজ্জামান খান কামাল জানান, আসন্ন ঈদুল আযহা এবং হিন্দু ধর্মীয় বড় উৎসব দূর্গা পুজা’ নিরাপত্তা নিশ্চিত করতে আজ আন্ত মন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, এ’দুটি উৎসবে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রন ও মানুষের ঘরে ফেরা নিশ্চিত করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নেওয় হয়েছে বেশ বেশ কিছু পদক্ষেপ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ