জামায়াত প্রশ্নে সরকারের অবস্থান পরিস্কার হবে আজ

মনির হোসেন মিন্টু, এবিসিনিউজবিডি,

ঢাকা : মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায় আজ বুধবার ঘোষণা করার কথা। দেশের সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন, আজকের এই রায়ের মধ্য দিয়ে জামায়াত প্রশ্নে সরকারের অবস্থান পরিস্কার হবে।

প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ রায় ঘোষণা করবেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।

গত ১৬ এপ্রিল উভয় পক্ষের শুনানি শেষে যেকোনো দিন রায় ঘোষণা করা হবে মর্মে সাঈদীর মামলাটি সিএভিতে রাখেন আপিল বিভাগ। এর আগে, জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার আপিল নিষ্পত্তি করে মৃত্যুদন্ডের রায় কার্যকর করা হয়েছে।

গত বছরের ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মৃত্যুদন্ডের রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। এর এক মাস পর ২৮ মার্চ আপিল করে উভয় পক্ষ। গত বছরের ২৪ সেপ্টেম্বর থেকে এ মামলার আপিল শুনানি শুরু হয়।

এদিকে দেশের সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন, আজকের এই রায়ের মধ্য দিয়ে জামায়াত প্রশ্নে সরকারের বর্তমান অবস্থান পরিস্কার হবে। তারা মনে করছেন, জামায়াতের সঙ্গে সরকারের আতাত হয়েছে, এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল। আজ এই গুঞ্জন সত্য-মিথ্যা দুটোই হতে পারে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এই প্রতিবেদককে বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলা মামলাগুলোর যে গতি ছিল, তা একটু কমে যাওয়ায়, নানা প্রশ্নের জন্ম দেয়। দেশের মানুষ একারনে হয়তো মনে করছেন, জামায়াতের সঙ্গে ক্ষমতাসীনদের আতাত হয়েছে কি না। তবে আজ এমন সব সন্দেহ দুর হতে পারে।’

নাগরিক মঞ্চের নেতা মাহমুদুর রহমান মান্না বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের চলমান বিচার নিয়ে বর্তমান সময়ে সরকারের অবস্থান কি, তা সাধারন মানুষের কাছে অস্পষ্ট হয়ে উঠেছিল।   জামায়াতের সঙ্গে সরকারের আতাত হয়েছে, এমন গুঞ্জন জোড়ালোভাবেই বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল। আজ এই গুঞ্জন সত্য-মিথ্যা দুটোই হতে পারে।’Sayeedi

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ