রায় মানলেও মানষিক কষ্ট পাচ্ছি : আইনমন্ত্রী
বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি,
ঢাকা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধী হিসেবে দোষী সাব্যস্ত করে জামায়াতে ইসলামী’র নায়েবে আমীর দেলওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে আপিল বিভাগের দেয়া রায়ের বিষয়ে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, রায় মানলেও মানষিক কষ্ট পাচ্ছি। যুদ্ধাপরাধীদের সঙ্গে আতাতের প্রশ্নই ওঠে না।
বুধবার দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের দেয়া সংক্ষিপ্ত এক সাক্ষাৎকারে এসব কথা বলেন, আইনমন্ত্রী। এর আগে সকালে প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ জামায়াতে ইসলামী’র নায়েবে আমীর দেলওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে রায় ঘোষণা করেন। রায়ে সাঈদীর বিরুদ্ধে পূর্বের দেওয়া মৃত্যুদন্ড কমিয়ে অমৃত্যু পর্যন্ত কারাদন্ড দেওয়া হয়।
আইনমন্ত্রী বলেন, ‘আপিল বিভাগের দেয়া রায় আমাদের মেনে নিতেই হবে। এই রায় সবকিছু বিবেচনা করেই দেয়া হয়েছে। আমি ব্যক্তিগতভাবে রায় মানলেও মানষিক কষ্ট পাচ্ছি।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘যুদ্ধাপরাধীদের সঙ্গে আতাতের প্রশ্নই ওঠে না। যুদ্ধপরাধীদের সঙ্গে কেন সরকারের সমঝোতা করতে হবে। তাদের সাফল্য কোথায় ? ব্যর্থদের সঙ্গে সমঝোতা নয়।’