গণজাগরণ মঞ্চে পুলিশের হামলা, আহত ৪

সিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি,

ঢাকা : মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে শাহবাগে অবস্থান নেওয়া গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে পুলিশ। এ সময় পুলিশ জলকামান দিয়ে গরম পানি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এতে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ অন্তত চারজন কর্মী আহত হয়েছেন।

আজ বুধবার বেলা ১১টা ৩৯ মিনিটে পুলিশ গণজাগরণ মঞ্চ লক্ষ্য করে জলকামান দিয়ে গরম পানি, কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছোড়ে।

আজ সকালে দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের পরিবর্তে আমৃত্যু কারাদণ্ড দেন আপিল বিভাগ। এর বিরুদ্ধে বেলা ১১টার দিকে শাহবাগে সড়ক অবরোধ করে অবস্থান শুরু করেন গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা। পরে পুলিশ সেখানে গিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এ সময় গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়লে বেশ কয়েকটি বাস ও সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুরের ঘটনা ঘটে। 47156fa833c90c689056342569fcf981-Shahbag-Clash

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ